বাংলা আর নয়! এবার রাজ্যের বাইরে চলে যাবে আরজি কর মামলা? তুমুল শোরগোল

বাংলা হান্ট ডেস্কঃ সোমবার শিয়ালদহ আদালতে আরজি কর চিকিৎসক খুনের মামলার (RG Kar Case) চার্জ গঠন হয়েছে। সেদিন আদালত থেকে বেরিয়ে বিস্ফোরক অভিযোগ করেন মূল অভিযুক্ত সঞ্জয় রায়। প্রিজন ভ্যান থেকে মুখ বাড়িয়ে দাবি করেন, তাঁকে বিনা কারণে ফাঁসানো হয়েছে। সব জায়গায় ভয় দেখানো হচ্ছ। ডিপার্টমেন্ট তাঁকে ভয় দেখিয়েছে বলে দাবি করেন ধৃত সিভিক ভলেন্টিয়ার। এই দাবির প্রেক্ষিতেই এবার আরজি কর মামলা রাজ্যের বাইরে নিয়ে যাওয়ার কথা বললেন শুভেন্দু অধিকারী।

  • আরজি কর মামলা (RG Kar Case) রাজ্যের বাইরে স্থানান্তরের দাবি!

বুধবার ৩টে থেকে সুপ্রিম কোর্টে (Supreme Court) আরজি কর মামলার শুনানি হওয়ার কথা। তার আগে এই মামলা পশ্চিমবঙ্গের বাইরে নিয়ে যাওয়ার দাবি তুললেন রাজ্যের বিরোধী দলনেতা। নিজের দাবির স্বপক্ষে বেশ কিছু যুক্তিও পেশ করেন তিনি।

শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, ‘অভয়ার বিচারের দাবিতে যারা লড়ছেন, সেই আইনজীবীদের কাছে আমার পরামর্শ মামলাটা পশ্চিমবঙ্গের বাইরে নিয়ে যান। তাহলে সত্য উন্মোচিত হবে। অভয়ার পরিবার শান্তি পাবে। অভয়ার আত্মা শান্তি পাবে। পশ্চিমবঙ্গের জনগণ, সম্পূর্ণ দেশের জনগণ যারা উই ওয়ান্ট জাস্টিসের পক্ষে লড়ছেন, তাঁরা সবাই খুশি হবেন। আমি আর্জি জানাব, শীর্ষ আদালত বিষয়টি বিবেচনা করে রাজ্যের বাইরে নিয়ে যান’।

আরও পড়ুনঃ অযৌক্তিক-অনভিপ্রেত! অবসরের আগে চন্দ্রচূড়ের মন্তব্যের সমালোচনায় সরব ২ সহ বিচারপতি

আরজি কর মামলা (RG Kar Case) রাজ্যের বাইরে স্থানান্তরিত করার দাবির স্বপক্ষে যুক্তিও পেশ করেন রাজ্যের বিরোধী দলনেতা। বলেন, ‘কারণ এই পশ্চিমবঙ্গে ব্যাঙ্ক ফ্রডের অভিযুক্ত, যাকে ইডি ধরেছিল, তিনি ১৫ মাস এসএসকেএম উডবার্ন ওয়ার্ডে কাটিয়েছেন। সব আরাম করেছেন। কালীঘাটের কাকুর ছবি আপনারা দেখিয়েছেন, উনি ঘরের জামাকাপড় পরে চা খাচ্ছেন, টিভি দেখছেন, আরাম করছেন। আপনারা তৃণমূলের বড় বড় নেতাদের দেখেছেন। অনুব্রত মণ্ডলের রিপোর্ট কীভাবে ম্যানুফ্যাকচার করা হয়েছে দেখেছেন। পার্থ চট্টোপাধ্যায় সহ সব বরিষ্ঠ চোরেরা যারা এখনও জেলবন্দি, তাঁরা যেদিন যা খাবার খেতে চায়, সেটা জেল কর্তৃপক্ষ পৌঁছে দেয়। এখানে সুপার, জেলার, ডাক্তার, সরকার, পুলিশ সবাই মিলে মিশে একাকার। স্বাভাবিকভাবে বিচার এখানে হতে পারে না’।

Suvendu Adhikari RG Kar case

শুভেন্দু বলেন, আরজি কর কাণ্ডে (RG Kar Case) ধৃত সঞ্জয় নিজের বক্তব্যের মাধ্যমে যে প্রশ্ন তুলে দিয়েছেন তার সমাধান রাজ্যের বাইরে নিয়ে গিয়ে সঠিকভাবে তদন্ত হলেই পাওয়া সম্ভব। বিজেপি বিধায়ক বলেন, ‘আজকের এই ঘটনার পর ফের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে সঠিক পদ্ধতিতে তার কাছ থেকে সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা করিয়ে আদালতের পর্যবেক্ষণে সিবিআইকে নির্দেশ দিয়ে তদন্ত হওয়া উচিত’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর