বাংলা হান্ট ডেস্কঃ মঙ্গলবার সুপ্রিম কোর্টে ফের আরজি কর মামলার শুনানি রয়েছে। সেদিন আদালতে কী হয় সেদিকে নজর সকলের। এই আবহে সামনে এল বড় খবর। শীর্ষ আদালতে জুনিয়র চিকিৎসকদের হয়ে এবার সওয়াল করবেন দুঁদে আইনজীবী ইন্দিরা জয়সিংহ। গত সোমবার জুনিয়র চিকিৎসকদের সংগঠন ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের’ হয়ে আদালতে (Supreme Court) লড়েছিলেন আইনজীবী গীতা লুথরা। আগামীকাল তাঁদের হয়ে সওয়াল করতে দেখা যাবে ইন্দিরাকে।
কে এই ইন্দিরা জয়সিংহ (Supreme Court)?
রবিবার জুনিয়র চিকিৎসকদের আইনজীবী হিসেবে ইন্দিরার (Indira Jaising) নাম প্রকাশ্যে আসে। আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে অনিকেত মাহাতো বলেন, ‘আইনজীবী হিসেবে আমরা ইন্দিরা জয়সিংহকে নিয়োগ করেছি। আগামী মঙ্গলবার উনি আমাদের হয়ে সওয়াল করবেন’।
- একাধিক গুরুতপূর্ণ মামলা লড়েছেন ইন্দিরা
শীর্ষ আদালতের অভিজ্ঞ আইনজীবীদের মধ্যে একজন হলেন ইন্দিরা। বহু গুরুত্বপূর্ণ মামলায় তাঁকে সওয়াল করতে দেখা গিয়েছে। আরজি কর মামলায় (RG Kar Case) জুনিয়র চিকিৎসকদের হয়ে এবার আদালতে লড়বেন তিনি। অনেকেই হয়তো জানেন না, সুপ্রিম কোর্টের শুনানি যাতে সাধারণ মানুষ ‘সরাসরি সম্প্রচার’এর মাধ্যমে দেখতে পারেন, সেই জন্য আদালতের কাছে আবেদন জানিয়েছিলেন এই ইন্দিরাই।
আরও পড়ুনঃ ‘৬ সপ্তাহ সময়..,’ জনস্বার্থ মামলায় রাজ্য সরকারকে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
বর্তমানে ‘সরাসরি সম্প্রচার’ তথা ‘লাইভ স্ট্রিমিং’য়ের মাধ্যমে শীর্ষ আদালতের বেশ কিছু মামলার শুনানি সাধারণ মানুষ দেখতে পারেন। আরজি কর মামলার শুনানিও জনসাধারণ ঘরে বসে দেখতে পাচ্ছেন। ইন্দিরাই প্রথম এই আবেদন জানিয়েছিলেন। গত বছর জানুয়ারি মাসে সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি পিএস নরসিংহের বেঞ্চ এই প্রবীণ আইনজীবীর আবেদনে মান্যতা দেয়।
উল্লেখ্য, গত ৯ আগস্ট থেকে আরজি কর কাণ্ড নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। সেদিনই হাসপাতালের চারতলার সেমিনার রুম থেকে উদ্ধার হয় মহিলা চিকিৎসকের মৃতদেহ। এরপর থেকে জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতিতে রয়েছেন, এখনও চলছে তাঁদের আন্দোলন। গত সোমবার সুপ্রিম কোর্টের (Supreme Court) তরফ থেকে তাঁদের কাজে ফেরার সময়সীমা বেঁধে দেওয়া হয়। মঙ্গলবার বিকেল ৫টার ‘ডেডলাইন’ বেঁধে দেওয়া হলেও কাজে ফেরেননি আন্দোলনকারী চিকিৎসকরা। এই আবহে আগামীকাল শীর্ষ আদালতে কী হয় সেটাই এখন দেখার।