বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর কাণ্ডের পর থেকেই প্রতিবাদে সরব হতে দেখা গিয়েছিল তাঁদের। কিন্তু গণকনভেনশনের দিন দেখা মিলল না একজনেরও (RG Kar Case)! কোথায় গেলেন ডাঃ সুবর্ণ গোস্বামী, ডাঃ নারায়ণ বন্দ্যোপাধ্যায়, ডাঃ অভিজিৎ চৌধুরী এবং ডাঃ কুণাল সরকার? ইতিমধ্যেই এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
আরজি করের (RG Kar Case) গণকনভেনশনে কেন গরহাজির ৪ ডাক্তার?
গত ৯ আগস্ট আরজি কর হাসপাতালের (RG Kar Hospital) চারতলার সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল মহিলা চিকিৎসকের মৃতদেহ। এরপর থেকে প্রতিবাদে সরব হয়েছিলেন ডাঃ সুবর্ণ গোস্বামী, ডাঃ কুণাল সরকাররা। অথচ গণকনভেনশনের দিন একজনকেও দেখা গেল না। জুনিয়র চিকিৎসকরা কি তাঁদের আমন্ত্রণ করেননি? নাকি আমন্ত্রণ পেয়েও ‘বিশেষ’ কোনও কারণে তা এড়িয়ে গিয়েছেন তাঁরা? শুরু হয়েছে চর্চা।
আরজি কর (RG Kar Case) হাসপাতালের নির্যাতিতার ময়নাতদন্ত রিপোর্টে ১৫০ গ্রাম সিমেন পাওয়া গিয়েছিলেন বলে একদা দাবি করেছিলেন ডাঃ সুবর্ণ গোস্বামী। সম্প্রতি ডাঃ সৌমিত্র বিশ্বাসের মৃত্যুতে নাম জড়ায় তাঁর। শুধু তাই নয়, তাঁর বিরুদ্ধে জোর করে টাকা তোলার অভিযোগও উঠেছে বলে খবর। একটি নামি সংবাদমাধ্যমে সূত্র উদ্ধৃত করে লেখা হয়েছে, শনিবার আরজি কর হাসপাতাল চত্বরে ডাঃ সুবর্ণ গোস্বামীকে দেখা গিয়েছিল। তবে গণকনভেনশনে তাঁর দেখা মেলেনি।
আরও পড়ুনঃ ওবিসি, SSC, আরজি কর মামলা! ভবিষ্যত কি? সুপ্রিম কোর্টে রাজ্যের ৩ মামলা নিয়ে বিরাট আপডেট
অন্যদিকে ডাঃ কুণাল সরকারও আন্দোলনের প্রথম দিকে বেশ সক্রিয় থাকলেও অনশনের সময় থেকে খানিকটা দূরত্ব তৈরি করেছেন। অনশন করা ঠিক হচ্ছে না, স্পষ্ট জানিয়েছেন। ডাঃ নারায়ণ বন্দ্যোপাধ্যায়ও প্রথম দিন থেকে অনশনের বিপক্ষে।
প্রথম তিনজনের মতো ডাঃ অভিজিৎ চৌধুরীও আন্দোলনের শুরুতে বেশ সক্রিয় ছিলেন। তবে এখন তাঁকে সেভাবে দেখা যাচ্ছে। চিকিৎসক মহল সূত্রে জানা যাচ্ছে, সারদা চিটফান্ড কাণ্ডে তাঁর জড়িত থাকার খবর প্রকাশ্যে আসতেই নিজেকে খানিকটা সরিয়ে নিয়েছেন। ডাক্তারদের (Doctors) একাংশের কথায়, নিজের ব্যবসার লোকসান হওয়ার একটা আশঙ্কা ছিলই, এর পাশাপাশি তদন্তের সম্মুখীন হওয়ার আশঙ্কায় এই বিশিষ্ট চিকিৎসক নিজেকে খানিকটা গুটিয়ে নিয়েছেন।
আরজি কর কাণ্ডের (RG Kar Case) পর থেকে আন্দোলনে সরব, অথচ আচমকাই এখন আর দেখা মিলছে না এই ৪ জন চিকিৎসকের। গণকনভেনশন শুধু নয়, রবিবার শহরে সিনিয়র ডাক্তার তথা নাগরিক সমাজের যে মিছিল বেরিয়েছিল, সেখানেও দেখা যায়নি ডাঃ সুবর্ণ গোস্বামী, ডাঃ নারায়ণ বন্দ্যোপাধ্যায়দের। আচমকা কী হল? এখন সেটাই ভাবাচ্ছে অনেককে।