‘ওনাকে বসিয়ে আইন শেখাবো, আমি ওনার আইনের ক্লাস নেব’, আইনজীবী বৃন্দা গ্রোভারকে তোপ তিলোত্তমার বাবার

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ গত অগস্ট মাসে আর জি কর (RG Kar) মেডিক্যাল কলেজের নারকীয় ঘটনার পর প্রথম নির্যাতিতার পরিবারের হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করছিলেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। পরে সেপ্টেম্বর মাসে আইনজীবী বদল হয়। নির্যাতিতার পরিবারের তরফে আইনজীবীর দায়িত্ব দেওয়া হয় বৃন্দা গ্রোভারকে (Vrinda Grover)। এরপর ডিসেম্বর মাসে হঠাৎই এই মামলা থেকে সরে দাঁড়ান বৃন্দা। সেই সময় এই নিয়ে বিস্তর চর্চা হয়।

আইনজীবী বৃন্দা গ্রোভারকে নিয়ে ক্ষোভ-RG Kar

সেই সময় নির্যাতিতার বাবা বিস্ফোরক দাবি করে বলেছিলেন, “আইনজীবী বৃন্দা গ্রোভার সিবিআইয়ের সামগ্রিক কাজকর্ম নিয়ে সবটাই জানতেন! পরবর্তীতে চাপ সৃষ্টি হওয়ার আশঙ্কাতেই মাঝপথেই উনি মামলা ছাড়েন।” সেই ঘটনার পর কেটে গিয়েছে বেশ কিছুটা সময়। এবার বাংলা হান্টকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে আইনজীবী বৃন্দা গ্রোভারকে নিয়ে বিস্ফোরক দাবি করলেন তিলোত্তমার বাবা।

নির্যাতিতা চিকিৎসকের বাবা বলেন, ‘যদি আমরা বিচারের জায়গায় কিছুটা এগোতে পারি। এখনও পারিনি একই জায়গায় আছি। উনি যেখানে ব্যাকফুটে আমাদের রেখে গিয়েছেন সেও ব্যাকফুট থেকে বেরোনোর চেষ্টা করছি। যদি ব্যাকফুট থেকে ফ্রন্টফুটে আসতে পারি অবশ্যই ওনাকে ডেকে বসিয়ে ওনাকে আইন শেখাবো। আমি ওনার আইনের ক্লাস নেব।’

rg kar banglahunt

আরও পড়ুন: RG Kar থেকে বদলি করা হল সন্দীপ ঘোষের স্ত্রীকে! নতুন পোস্টিংয়ের ‘স্থান’ ঘিরে বিতর্ক

এখানেই শেষ নয়। সন্তানহারা বাবা আরও বলেন, ‘গত ছয় মাসে আমার যে অভিজ্ঞতা হয়েছে সেই আইনের ক্লাস নেব। উনি আর ওনার টিমকে আমি আইন শেখাবো। ওনারা আমাদের নতুন নতুন আইন শিখিয়েছিলেন এবার সেই জিনিসটা আমি ওনাদের শেখাবো। ‘

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর

X