বাংলাহান্ট ডেস্ক: প্রকাশ্যে এল রিয়া চক্রবর্তী (rhea chakraborty) ও তাঁর ম্যানেজার শ্রুতি মোদীর (shruti modi) হোয়াটসঅ্যাপ চ্যাট (whatsapp chat)। সুশান্ত সিং রাজপুত (sushant singh rajput) শীঘ্রই মাদক (drug) নেওয়া ছেড়ে দেবেন, এমনই বিষ্ফোরক তথ্য উঠে এসেছে রিয়া ও শ্রুতির চ্যাট থেকে। জানা গিয়েছে, মাদক ছাড়ার জন্য চেষ্টা চালাচ্ছিলেন প্রয়াত অভিনেতা।
সম্প্রতি মাদক চক্রের সঙ্গে জড়িত থাকার সন্দেহে রিয়ার হোয়াটসঅ্যাপ চ্যাটের রেকর্ড সিবিআই ও নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোকে হস্তান্তর করেছে ইডি। এবার এক সংবাদ মাধ্যমের তরফে প্রকাশ করা হল রিয়া ও শ্রুতির চ্যাট যেখানে উঠে এসেছে সুশান্তের মাদক সেবনের প্রসঙ্গ।
চ্যাটে দেখা গিয়েছে শ্রুতি ২ নামে সেভ করা একটি নম্বর থেকে মেসেজে বলা হয়েছে, সুশান্ত গতকাল থেকেই গাঁজা সেবন করা ছেড়ে দিয়েছেন। উনি ঘুমিয়ে পড়েছেন এবং তিনি সেদিনের মতো কাজ শেষ করছেন। মেসেজ থেকে আরও জানা গিয়েছে, ওষুধ নেওয়ার পরও সুশান্তের সুস্থ হওয়ার কোনও লক্ষণ দেখা যাচ্ছিল না। তাঁর চিকিৎসককে চিকিৎসা করে যাওয়ার নির্দেশ দেওয়ার কথা বলা হয়েছে।
অন্যান্য চ্যাট থেকে এও আভাস পেয়ে গিয়েছে রিয়া নিজেও নিষিদ্ধ মাদক সেবন করতেন। এমনকি একটি ট্যালেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি থেকে পরামর্শ নিয়ে সুশান্তকেও মাদক দেওয়া শুরূ করেন তিনি।
#Exclusive on @thenewshour | WhatsApp chats expose drug 'conspiracy.'
'Use 4 drops in tea, let him sip it.' 'Give it 30-40 mins, it will kick in.'8 WhatsApp chats accessed by TIMES NOW.
Vivek Narayan with details on @thenewshour with Navika Kumar. | #RheaDrugsChat pic.twitter.com/fh66U19qxO
— TIMES NOW (@TimesNow) August 25, 2020
অপরদিকে এই সব অভিযোগকে নস্যাৎ করে দিয়েছেন রিয়ার আইনজীবী সতীশ মানেশিন্ডে। তিনি দাবি করেছেন, রিয়া কোনওদিনও মাদক সেবন করেননি। প্রয়োজন হলে তিনি রক্তপরীক্ষা করাতেও প্রস্তুত।
প্রসঙ্গত, এর আগে সুশান্তের রাঁধুনি নীরজ সিং দাবি করেছেন অভিনেতা নিজে মাদক সেবন করতেন। সিগারেটে গাঁজা ভরে সুশান্ত খেতেন বলে দাবি করেন নীরজ। এমনকি তিনি নিজেও অভিনেতাকে এই কাজ করে দিয়েছেন বলে জানান। ১৪ জুন সকালেও সিগারেটে গাঁজা ভরে সুশান্তকে দেন বলে জানান নীরজ। কিন্তু তাঁর মৃত্যুর পর আর একটি সিগারেটও অবশিষ্ট ছিল না বলে জানান নীরজ।