নেটদুনিয়ায় তুমুল গালিগালাজ, সুশান্তের মৃত‍্যুর ১৪ দিন পর রিয়া চক্রবর্তী নিলেন বড় সিদ্ধান্ত!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের (sushant singh rajput) মৃত‍্যুর পরেই তোলপাড় শুরু হয়েছে নেটদুনিয়ায়। মানুষ বারংবার সরব হয়েছে প্রয়াত অভিনেতার জন‍্য ন‍্যায় বিচারের দাবিতে। ইন্ডাস্ট্রির নেপোটিজম, ‘বুলিং’ এইসব বিষয় চর্চায় উঠে এসেছে। বহু তারকাই মুখ খুলেছেন বিষয়গুলি নিয়ে।
পরিচালক করন জোহর, সলমন খান সহ বহু তারকার ওপর সুশান্ত অনুরাগী সহ নেটজনতার আক্রোশ গিয়ে পড়েছে। প্রতিনিয়ত সোশ‍্যাল মিডিয়ায় সমালোচনা ও ক্ষোভের সম্মুখীন হওয়ায় সোশ‍্যাল মিডিয়া হ‍্যান্ডেলে কমেন্ট সেকশনই বন্ধ করে দিয়েছেন একাধিক তারকা।
এবার সেই পথে হাঁটলেন সুশান্তের প্রাক্তন বান্ধবী রিয়া চক্রবর্তীও (rhea chakraborty)। সুশান্তের আত্মহত‍্যার ঘটনায় বহু মানুষ কাঠগড়ায় তুলেছেন রিয়াকে। অনেকেই অভিনেতার এই পরিণতির জন‍্য রিয়াকে দায়ী করছেন। টুইটার, ইনস্টাগ্রামে বারবার নিন্দা, ট্রোলের সম্মুখীন হতে হচ্ছে তাঁকে। বাধ‍্য হয়ে সুশান্তের মৃত‍্যুর ১৪ দিন পর এই পদক্ষেপ নিলেন রিয়া।


নিজের ইনস্টা হ‍্যান্ডেলের সেটিংস বদলে কমেন্ট সেকশন বন্ধ করে দিয়েছেন রিয়া। এখন তাঁর নির্বাচিত কিছু মানুষ ছাড়া আর কেউই কমেন্ট করতে পারবে না তাঁর পোস্টে। এমনিতে সুশান্তের মৃত‍্যুর পর থেকে সোশ‍্যাল মিডিয়াতে আর সক্রিয়ও নেই রিয়া।

https://www.instagram.com/p/CAjf3A_nOZm/?igshid=1ad0gccdladnu

সুশান্তের মৃত‍্যু তদন্তে এখনও পর্যন্ত রিয়া চক্রবর্তী সহ ২৬ জনকে জেরা করেছে মুম্বই পুলিস। বান্দ্রা পুলিস স্টেশনে দীর্ঘ ৯ ঘন্টা জেরার পর রিয়া স্বীকার করেন সুশান্তের সঙ্গে সম্পর্কটা আর রাখতে চাইছিলেন না তিনি। অভিনেতার মৃত‍্যুর কয়েকদিন আগে তাঁদের মাঝে ঝামেলাও হয়েছিল। সেই কারনেই কিছুদিন আগে সুশান্তের ফ্ল‍্যাট ছেড়ে বেরিয়ে আসেন রিয়া।
কিন্তু রিয়া জানান, সুশান্তের ফ্ল‍্যাট ছেড়ে তিনি বেরিয়ে আসলেও যোগাযোগ ছিল তাঁদের মধ‍্যে। মেসেজ, ফোন সবই চলত তাঁদের মধ‍্যে। রিয়া জানিয়েছেন, প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে তাঁকে ফোন করতেন সুশান্ত। এমনকি অভিনেতার ঘনিষ্ঠরাও সহমত হয়েছেন রিয়ার সঙ্গে।

https://www.instagram.com/p/CBCqYJ6npqH/?igshid=5dgzzl5xnjlm

রিয়া জানান, নভেম্বরেই সুশান্তের সঙ্গে সাত পাকে বাঁধা পড়ার কথা ছিল তাঁর। সেই জন‍্য বান্দ্রার কাছে একটি ফ্ল‍্যাটও খুঁজছিলেন তাঁরা। নিজেদের আলাদা একটি ফ্ল‍্যাট কেনার ইচ্ছা ছিল তাঁদের।

https://www.instagram.com/p/CBUsgsknBjt/?igshid=1gr5soqmchoxq

অভিনেত্রী আরও জানান, নিজের সম‍স‍্যাগুলো নিজের মধ‍্যেই রাখতেন সুশান্ত। তাঁকে কিছুই বলতেন না। কোনও বিষয় নিয়ে চিন্তিত থাকলে পাটনায় নিজের দেশের বাড়িতে গিয়ে একা সময় কাটাতেন অভিনেতা। সম্পর্কের প্রভাব তাঁদের কেরিয়ারেও পড়ছিল বলে দাবি করেন রিয়া।

সম্পর্কিত খবর

X