WPL নিলামে পাওয়া মূল্যের যোগ্যতা প্রমাণ! রিচার আগ্রাসী ব্যাটে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ বধ ভারতের  

বাংলা হান্ট নিউজ ডেস্ক: পাকিস্তানকে উড়িয়ে দিয়ে মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে (Women T20 World Cup) নিজেদের যাত্রা শুরু করেছিল ভারত। তারপরেই হয়েছিল প্রথম মহিলা আইপিএলের (WPL) অপশন। সেখানে বেশিরভাগ ভারতীয় তারকারা বিশাল অংকের দামে জায়গা পেয়েছিলেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে। তাই আজ যখন বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিল তারা তখন গোটা বিশ্বের নজর ছিল তাদের দিকে। তাদের ওপর লেগে যাওয়া প্রাইস ট্যাগগুলিকে তারা নিজেদের পারফরম্যান্স দিয়ে যথাযথ প্রমাণ করতে পারেন কিনা সেই নিয়ে কৌতুহল ছিল গোটা বিশ্বের।

cover drive richa

আর কেউ না হলে নিজেদের প্রাইস ট্যাগগুলিকে যথাযথ ভাবে যোগ্য প্রমাণ করলেন বাংলার দুই তারকা দীপ্তি শর্মা (Dipti Sharma) এবং রিচা ঘোষ (Richa Ghosh)। আজ দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছিল ভারতীয় মহিলা দল। ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে আজ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত হয়েছিল। প্রথম ওভারেই উইকেট হারালেও এরপর ম্যাচের রং বদলে দিতে থাকে স্টেফানি টেইলর এবং সেমাইনে ক্যাম্পবেল ৭৩ রানের একটি পার্টনারশিপ গড়ে তুলেছিলেন।

কিন্তু এরপর টেইলরকে এলবিডব্লিউ করে দীপ্তি শর্মা ভারতীয় দলকে সফলতা এনে দেন। কিন্তু তারপর ভারতীয় দল দীপ্তি শর্মাকে কেন্দ্র করে ক্যারিবিয়ানদের বেশি এগোতে দেয়নি। ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ৩ উইকেট নিয়ে তিনি ক্যারিবিয়ানদের আটকে দেন ১১৮ রানের মধ্যে। এছাড়া একটি করে উইকেট পেয়েছেন রেণুকা ঠাকুর এবং পূজা ভাস্ত্রেকর।

এরপর চোট কাটিয়ে ভারতীয় দলে ফেরা স্মৃতি মান্ধানা মাত্র ১০ রান করে আউট হন। গত ম্যাচের হিরো জেমিমা রদ্রিগেজ মাত্র ১ রান করে আউট হন। শেফালী ভার্মা শুরু করেছিলেন ভালোই কিন্তু ২৩ বলে ২৮ রান করে আউট হন। এরপর গত ম্যাচে ভারতকে ম্যাচ জেতানো রিচার ব্যাট আবার জ্বলে ওঠে।

পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের সেরা হওয়া হয়নি কারণ জেমিমা রদ্রিগেজ অর্ধশতরান করে সকলের নজর কেড়ে নিয়েছিলেন। এদিন ম্যাচের সেরার পুরস্কার নিয়ে গেলেন দীপ্তি। কিন্তু আজ ৩২ বল খেলে ৪৪ রান করা রিচাই গুরুত্বপূর্ণ সময়ে আগ্রাসী ব্যাটিং করে ১১ বল বাকি থাকতে ভারতকে ম্যাচ জিতিয়ে দিলেন। কিছুটা সাহায্য করেছেন অধিনায়ক হরমনপ্রীতও (৩৩)। প্রথম ম্যাচেও পাকিস্তানের বিরুদ্ধে একই কাজ করেছিলেন রিচা। অনুর্দ্ধ ১৯ বিশ্বকাপজয়ী উইকেটরক্ষক সিনিয়র দলেরও নায়ক হয়ে উঠতে পারেন।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর