বাংলা হান্ট নিউজ ডেস্ক: আচমকাই কমেন্ট্রি করতে করতে বুকে ব্যথা এবং অসুস্থ বোধ হওয়া। পার্থের একটি হাসপাতালে ভর্তি করতে হলো প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিংকে। শোনা যাচ্ছে যে তার একটি কার্ডিয়াক অ্যাট্যাক হয়েছে।
এই মুহূর্তে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসের পরও অস্ট্রেলিয়া তাদের বিরুদ্ধে ৩১৫ রানের লিড পেয়েছিল। তৃতীয় দিন সেভেন নেটওয়ার্কের হয়ে ধারাভাষ্য করার সময় পন্টিংয়ের সঙ্গে এই ঘটনা ঘটে।
এরপর কোনরকম ঝুঁকি না নিয়ে ৪৭ বছর বয়সী প্রাক্তন অজি অধিনায়ককে সেখান থেকে হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী জানা গেছে সেই সময় অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ টেস্টের তৃতীয় দিনের লাঞ্চ চলছিল।
তবে পন্টিং হাসপাতালে যাওয়ার আগে নিজের সতীর্থ ধারাভাষ্যকারদের জানিয়ে গেছেন যে তিনি এখন অনেকটাই ভালো বোধ করছেন, শুধুমাত্র কোনরকম ঝুঁকি নিতে চান না বলেই হাসপাতালে যেতে রাজি হয়েছেন।
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া স্টিভ স্মিথ ও মার্নাস লাবুশানে দ্বিশতরানগুলিতে ভর করে ৫৯৮ রান করেছিল। জবাবে চন্দ্রপল ও ব্রেথওয়েটের অর্ধশতরানে ভর করে ২৮৩ রান তুলে অলআউট হয়ে যান ক্যারিবিয়ানরা। ৩টি করে উইকেট নেয় স্টার্ক ও কামিন্স। প্রতিবেদনটি লেখার সময় তৃতীয় ইনিংসে অজিদের স্কোর ১ উইকেট হারিয়ে ২৫।