রোহিত দলে ফেরায় ক্ষমতা হারালেন পূজারা, পূজারাকে সরিয়ে এই বিশেষ দায়িত্ব পেলেন রোহিত

বাংলা হান্ট ডেস্কঃ বছরের শেষ টেস্ট ম্যাচ অর্থাৎ বক্সিং ডে টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়াকে দুর্দান্ত ভাবে হারিয়ে চার ম্যাচের টেস্ট সিরিজে সমতায় ফিরেছিল টিম ইন্ডিয়া (Indian cricket team)। আবার সেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই এই বছরের প্রথম টেস্ট ম্যাচ খেলতে চলেছে আজিঙ্কা রাহানের টিম ইন্ডিয়া। এই টেস্ট ম্যাচ জিতে সিরিজে অনেকটা এগিয়ে যাওয়ায় এখন টিম ইন্ডিয়ার প্রধান লক্ষ্য। তবে তৃতীয় টেস্ট ম্যাচে আজিঙ্কা রাহানের ডেপুটি পরিবর্তন হতে চলেছে। রোহিত শর্মা দলে যোগ দেওয়ায় চেতেশ্বর পূজারার পরিবর্তে তৃতীয় টেস্ট ম্যাচে আজিঙ্কা রাহানের ডেপুটি হিসেবে থাকবেন রোহিত শর্মাই।

সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক থাকেন বিরাট কোহলি এবং বিরাট কোহলির ডেপুটির দায়িত্ব পালন করেন রোহিত শর্মা। টেস্ট ক্রিকেটে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক থাকেন বিরাট কোহলি। তবে টেস্টে বিরাট কোহলির ডেপুটি থাকেন আজিঙ্কা রাহানে। প্রথম টেস্ট খেলেই পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরে এসেছেন অধিনায়ক বিরাট কোহলি। এরফলে সিরিজের বাকি তিনটি ম্যাচে ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দিচ্ছেন রাহানে। বক্সিং ডে টেস্টে সহ-অধিনায়ক ছিলেন চেতেশ্বর পূজারা তবে রোহিত শর্মা দলে ফিরে আসায় এই ম্যাচ থেকে সহ-অধিনায়ক হিসেবে থাকবেন রোহিত শর্মা এমনটাই জানিয়েছে বিসিসিআই।

15809834280b0990516cadf51cdad4a2ca9c1b21c99dacec2a176c74afe0bc60166a57598

আইপিএল চলাকালীন হ্যামিংয়ে গুরুতর চোট পান রোহিত শর্মা। যার কারণে অস্ট্রেলিয়া সফরে শুরু থেকে দলে খেলতে পারেননি রোহিত শর্মা। তবে চোট সারিয়ে টেস্ট সিরিজের শেষ দুটি ম্যাচে দলে ফিরে এসেছেন রোহিত শর্মা। তবে এখন এটাই দেখার যে রোহিত শর্মা কোথায় ব্যাটিং করেন? মায়াঙ্কা আগরওয়ালকে বসিয়ে রোহিতকে ওপেন করানো হয় নাকি মিডল অর্ডারে হনুমা বিহারির বদলে রোহিত খেলেন।

Udayan Biswas

সম্পর্কিত খবর