বাংলা হান্ট ডেস্ক: IPL (Indian Premier League) এর মঞ্চ হোক কিংবা আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ প্রতিটি ক্ষেত্রেই নিজের বিধ্বংসী পারফরম্যান্সের মাধ্যমে সবাইকে অবাক করে দিয়েছেন তিনি। শুধু তাই নয়, তিনি ক্রিজে এলেই ঝড় ওঠে বাউন্ডারি-ওভার বাউন্ডারির। এমতাবস্থায়, IPL-এ তাঁর মারকাটারি ব্যাটিং দেখার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। হ্যাঁ, ঠিক ধরেছেন আমরা রিঙ্কু সিংয়ের (Rinku Singh) প্রসঙ্গেই বলছি। KKR (Kolkata Knight Riders)-এর এই তারকা ব্যাটার যে কতটা বিধ্বংসী হয়ে উঠতে পারেন সেই নিদর্শন আমরা আগেই দেখেছি।
শুধু তাই নয়, IPL-এর চলতি মরশুমের আগে দ্বিতীয় প্র্যাকটিস ম্যাচে মিচেল স্টার্কের মতো চ্যাম্পিয়ন বোলার ইয়র্কার দিতে গিয়ে লেন্থ ভুল করলেও সেই ফুলটস বলকে এক ফ্লিকে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিতে কোনো ভুল করেননি রিঙ্কু। এমতাবস্থায়, চলতি মরশুমেও তিনি যে দারুণ ছন্দে রয়েছেন তা আর বলার অপেক্ষায় রাখে না। তবে, তিনি ব্যাট হাতে অপ্রতিরোধ্য হয়ে উঠলেও রিঙ্কু যে ডান্সেও সবাইকে মাতিয়ে দিতে পারেন এটা আর ক’জন জানেন!
Dancing with the stars! 😂🫶 pic.twitter.com/RhohD3iGCA
— KolkataKnightRiders (@KKRiders) March 20, 2024
উল্লেখ্য যে, রিঙ্কু সিং তাঁর সারল্যের জন্য সবার কাছেই খুব পছন্দের। সকলকে সম্মান দেওয়ার পাশাপাশি ক্রিকেটের মাঠে তারকা হয়ে উঠলেও তিনি বরাবরই পা মাটিতে রাখতে পছন্দ করেন। আর এই ভাবেই নিজের কেরিয়ারে ক্রমশ এগিয়ে চলেছেন তিনি। তবে, একটা সময়ে প্রচণ্ড মুখচোরা রিঙ্কুকেই এবার দেখা গেল নতুন অবতারে। তিনি নিজে তো নাচলেনই পাশাপাশি নাচিয়ে ছাড়লেন স্বয়ং কোচকেও। আর এইরকমই এক ভিডিও এবার সামনে এসেছে সোশ্যাল মিডিয়ায়। যেটি ইতিমধ্যেই তুমুল ভাইরাল হতে শুরু করেছে।
আরও পড়ুন: “LAC পার হলেই…”, অরুণাচল নিয়ে চিনের ঔদ্ধত্য গুঁড়িয়ে দিয়ে ভারতের সমর্থনে আমেরিকা, যা জানাল…
ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে রিঙ্কুকে KKR-এর কোচ চন্দ্রকান্ত পন্ডিতের সাথে নাচতে দেখা গিয়েছে। বলিউডের বিখ্যাত গান “যব ভি কোই লড়কি দেখু, মেরা দিল দিওয়ানা বোলে, ওলে ওলে” গানে কোমর দুলিয়েছেন তাঁরা। আর এই ভিডিওটি সামনে আসার পরই তুমুল ভাইরাল হতেও শুরু করেছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল টিম হোটেলের এই ভিডিও শেয়ার করা হয়েছে কলকাতা নাইট রাইডার্সের তরফে।
মূলত, টিমের মধ্যে বোঝাপড়া বৃদ্ধির লক্ষ্যে এমন সেশন হয়ে থাকে। আর সেখানেই কোচ চন্দ্রকান্ত পন্ডিতের সাথে নাচতে দেখা গেল রিঙ্কুকে। প্রসঙ্গত উল্লেখ্য যে, রঞ্জি ট্রফিতে চন্দ্রকান্ত পন্ডিত অন্যতম সফল কোচ হিসেবে বিবেচিত হন। তিনি যে দলেরই দায়িত্ব নিয়েছেন সেখানেই মিলেছে সাফল্য। এমতাবস্থায়, গত মরশুমে KKR-এর কোচের দায়িত্ব নেন তিনি। তবে, গতবার KKR প্লে অফের গণ্ডি পেরতে না পারলেও এবার মেন্টর হিসেবে গৌতম গম্ভীরের উপস্থিতিতে এবং চন্দ্রকান্ত পন্ডিতের কোচিংয়ে KKR যে ভালো পারফরম্যান্স উপহার দিতে চলেছে সেটাই মনে করছেন অনুরাগীরা।