‘বিজেপিকে রুখতে না পারলে…’, মমতার সমর্থনে বিশেষ আয়োজন নচিকেতা-গর্গদের

বাংলা হান্ট ডেস্ক : বেজে গেছে লোকসভা নির্বাচনের (Vote) দামামা। প্রার্থী ঘোষণাও প্রায় শেষ। গত বুধবার থেকে তো মনোনয়নপত্র জমা দেওয়ার কাজও শুরু হয়ে গেছে। শাসক থেকে বিরোধী সকলেই এখন প্রচার কাজে ব্যস্ত। জোরসোরে প্রচারের আয়োজন করেছে বাংলার বিরোধীরাও। এমন আবহে এক বিশেষ সভার আয়োজন করেছিলেন বাংলার বিশিষ্টজনেরা‌।

এই সভার মূল উদ্দেশ্য ছিল বাংলা থেকে বিজেপিকে (BJP) দূর করা। আয়োজকদের লক্ষ্য, যেভাবেই হোক বাংলায় বিজেপিকে জিততে দেওয়া যাবেনা। আয়োজকরা সভার নাম দিয়েছিলেন ‘মোদী হটাও কনভেনশন’। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলার একাধিক নামিদামি ব্যক্তিবর্গরা। গায়ক নচিকেতা (Nachiketa Chakraborty) থেকে শুরু করে গর্গ চট্টোপাধ্যায়ের (Garga Chatterjee) মত গণ্যমান্য ব্যক্তিরা।

এইদিন ‘মোদী বাঁচাও কনভেনশন’ অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল ইউনিভার্সিটি হলে। বিকেল সাড়ে চারটা নাগাদ শুরু হয়েছিল অনুষ্ঠান। বিরোধীরা অনুষ্ঠানের ট্যাগলাইন দিয়েছিলেন ‘একুশে বাংলা জিতেছে, চব্বিশে বাংলা জিতবে। দেশও জিতবে।’ অর্থাৎ সরাসরি না হলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকেই জেতানোর জন্য আহ্বান জানিয়েছেন এই বিশিষ্টজনরা।

আরও পড়ুন : হিন্দু নাবালিকাকে জীবন্ত পুড়িয়ে হত্যা! দেড় বছর পর দোষী সাব্যস্ত শাহরুখ

11411642 10153240280445589 620 1200x768

বিজেপি বিরোধী এই অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন কবি প্রতুল মুখোপাধ্যায়, সহ মনোজ মিত্র, পূর্ণেন্দু বসু, সমীর পুততুণ্ড, অনন্যা চক্রবর্তী, বিশ্বনাথ চক্রবর্তী, দোলা সেন, সুদেষ্ণা রায়, হরনাথ চক্রবর্তী, প্রমুখ। যাদের অধিকাংশই বিজেপির বিরোধীতায় সামিল হয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকেই সমর্থন জানিয়েছেন। তবে উপস্থিত থাকতে পারেননি কবীর সুমন। যদিও তিনি জানিয়েছেন, ‘বাংলাকে হারিয়ে ফেলব আমরা যদি বিজেপিকে না হারাতে পারি।’

আরও পড়ুন : ‘মোদী ম্যাজিকে মুগ্ধ’, BJP-র জয় নিয়ে নিশ্চিত পুতিন-জেলেনস্কি! পাঠালেন বিশেষ আমন্ত্রণ

nachiketa chakraborty .jpg

অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিদের মতে, দীর্ঘদিন ধরে ক্ষমতায় রয়েছে বিজেপি সরকার। তবে কেন্দ্রীয় সরকার মানুষের সাথে সুবিচার করেনি। বিরোধীদের মতে, কেন্দ্র ভারতের পরিস্থিতি খারাপ করেছে এবং বিরোধীদের রাজনীতির ময়দানে হারাতে না পেরে ইডি, সিবিআইএর ব্যবহার করেছে। এইদিন আলোচনায় উঠে আসে NRC এবং CAA এর কথা।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর