‘মোদী ম্যাজিকে মুগ্ধ’, BJP-র জয় নিয়ে নিশ্চিত পুতিন-জেলেনস্কি! পাঠালেন বিশেষ আমন্ত্রণ

বাংলা হান্ট ডেস্ক : লোকসভা নির্বাচন (Lok Sabha Election) শিয়রে। দিনকয়েক আগেই নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আর এখন তো শেষ লগ্নের প্রস্তুতি তুঙ্গে। গেরুয়া শিবির তো আসন্ন নির্বাচন নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী। ওদিকে বিরোধীরাও ‘বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র মেদিনী’ মনোভাব নিয়ে মাঠে নেমে পড়েছে। আর এবার প্রধানমন্ত্রীর জন্য বার্তা এল সুদূর ইউক্রেন (Ukraine) এবং রাশিয়া (Russia) থেকে।

রাশিয়া এবং ভারতের (India) বন্ধুত্বের কথা তো সকলেই জানেন। তবে এবার ইউক্রেন প্রধান জেলনস্কিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) প্রশংসায় পঞ্চমুখ। তাদের দুজনেরই বিশ্বাস, ‘ভারতই পারবে বিশ্বে শান্তি ফেরাতে’। আর তাই তো লোকসভা নির্বাচনের পর মোদীকে রাশিয়া এবং ইউক্রেনে আমন্ত্রণ জানালেন দুই দেশের প্রেসিডেন্ট। তারপর থেকেই প্রশ্ন, তবে কি যুযুধান দুই দেশের রাষ্ট্রপ্রধানও বিশ্বাস করেন যে, নরেন্দ্র মোদীই তৃতীয়বারের মত মসনদে বসবেন!

প্রসঙ্গত উল্লেখ্য, লোকসভা নির্বাচনের চূড়ান্ত ব্যস্ততা থাকা সত্ত্বেও রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের কথা ভোলেননি তিনি। আর তাই তো গত বুধবার রুশ প্রেসিডেন্ট ভ্লদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দরবারে ফোন করেন নরেন্দ্র মোদী। এবং দুই রাষ্ট্রপ্রধানকেই যুদ্ধ থামিয়ে শান্তি ফেরানোর বার্তা দেন তিনি।

আরও পড়ুন : জঙ্গি দমনে বিরাট সাফল্য, গ্রেফতার ISIS প্রধান ফারুকি সহ ১

সূত্রের খবর, পুতিন এবং জেলেনস্কি উভয়েই নির্বাচনের পর প্রধানমন্ত্রী মোদীকে নিজ নিজ দেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। দুজনেই জানিয়েছেন, তারা ভারতকে এমন একটা দেশ হিসেবে দেখেন যে সমঝোতার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করে। উল্লেখ্য, এর আগে ২০১৯ সালে রাশিয়া সফরে গেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও সাহায্য পাঠিয়েছিল ভারত।

আরও পড়ুন : ড্রাগনকে হুমকি! চিনের পাশে হাইপারসনিক মিসাইল ছুঁড়ল আমেরিকা, নয়া বিপদের মুখে বিশ্ব?

প্রসঙ্গত উল্লেখ্য, গত দুবছরেরও বেশি সময় ধরে চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। আলাপ আলোচনার মাধ্যমে যেন দ্রুত যুদ্ধ মেটানো যায়, সেই নিয়েই মোদীর কথা হয়েছে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে। এবং আসন্ন লোকসভা নির্বাচন শেষ হলেই যেন ইউক্রেন ও রাশিয়া সফরে যান নরেন্দ্র মোদী, সেই প্রস্তাব দিয়েছেন যুযুধান দুই দেশের রাষ্ট্রপ্রধান। এখন প্রশ্ন হল ‘শান্তির দূত’ হয়ে নরেন্দ্র মোদী কি যাবেন যুদ্ধবিধ্বস্ত দুই দেশে?

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর