ভারতের জার্সিতে প্রথম ইনিংসেই সেরার পুরস্কার! আয়ারল্যান্ড ফেরত রিঙ্কুর মন ছোঁয়া উপহার বাবা মা-কে

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ তাকে ভারতীয় দলে (Indian Cricket Team) সুযোগ দেওয়া হোক এমনটা চাইছিলেন অনেকেই। আবার কিছু ক্রিকেট বিশেষজ্ঞ শুধুমাত্র আইপিএলের (Indian Premier League) পারফরম্যান্সের উপর ভিত্তি করে তাকে এখনই ভারতীয় দলে আনা উচিত কিনা সেই নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তবে যাবতীয় জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ব্যাট হাতে সকলকে জবাব দিয়েছেন রিঙ্কু সিং (Rinku Singh)। আয়ারল্যান্ডের বিরুদ্ধে (Ireland vs India) তিনি মাত্র একটি ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়েছিলেন। আর সেই ইনিংসেই একটি আগ্রাসী ব্যাটিংয়ের ছবি তুলে ধরে তিনি ম্যাচের সেরা পুরস্কার করিয়েছিলেন।

রিঙ্কু এই মুহূর্তে ভারতের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ কিনা সেই বিষয়টা নিশ্চিত নয়। তবে তাকে নিয়ে যে কিছু নির্দিষ্ট পরিকল্পনা টিম ম্যানেজমেন্টে রয়েছে সেটা পরিষ্কার। আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলার পর এবার তিনি উড়ে যাবেন চীনের মাটিতে। আগামী মাসে ওদেশে আয়োজিত হতে চলা এশিয়ান গেমসের ভারতীয় দলের গুরুত্বপূর্ণ অংশ তিনি।

রিঙ্কু সোনার চামচ মুখে নিয়ে জন্ম নেননি। এক নিম্ন মধ্যবিত্ত পরিবারে তাকে জন্ম নেওয়ার পর ক্রিকেট খেলার জন্য যথেষ্ট বাধা-বিপত্তির মুখোমুখি হতে হয়েছিল। তার বাবা গ্যাস সিলিন্ডার ডেলিভারির কাজ করতেন। পরিবারকে সাহায্য করার জন্য রিঙ্কুকে একসময় ঝাড়ুদারের কাজও করতে হয়েছিল।

আরও পড়ুন: IPL-এর মতোই নীল জার্সিতেও বল ওড়ালেন রিঙ্কু! অভিষেক ইনিংসেই সুপারহিট KKR তারকা

রিঙ্কু আইপিএলে কেকেআরের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পরে আর্থিক সমস্যার মুখোমুখি ভুগতে হয়নি আর তার পরিবারকে। তখন রিঙ্কু নিজের বাবাকে অনুরোধ করেছিলেন বিশ্রাম নেওয়ার জন্য কিন্তু কেকেআর ফিনিশারের পিতা এই প্রস্তাবে রাজি হননি। এখনো তিনি আগের মতই কাজ করে চলেছেন, তবে এখন মাথায় চিন্তাটা অনেক কম।

আরও পড়ুন: কোহলিকে সেরা ভারতীয় ব্যাটার মানছেন না সেওবাগ! BCCI-কে খুঁজে দিলেন আসল তারকা

rinku parents

নিজের প্রথম আন্তর্জাতিক সফর থেকে ফিরে রিঙ্কু তার বাবা-মাকে সেই জন্য একটি সুন্দর উপহার দিয়েছেন। তার বাবা-মায়ের সঙ্গে ভারতীয় জার্সি পরিহিত এই ছবিটি তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। তিনি ক্যাপশনে লিখেছেন, “যাদের জন্য যাত্রাটা শুরু হয়েছিল, যেখান থেকে যাত্রাটা শুরু হয়েছিল।” বাবার পাশাপাশি তার ক্রিকেটার হয়ে ওঠা দৌড়ে তার মায়েরও যে প্রচুর অবদান সেটা বারবার উল্লেখ করে থাকেন রিঙ্কু। এমনকি নিজের জাতীয় দলের সুযোগ পাওয়ার খবরটিও প্রথমে নিজের মা-কেই ফোন করে জানিয়েছিলেন তিনি।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর