রিঙ্কু সিংয়ের সঙ্গে অবিচার? সেঞ্চুরির পর সেঞ্চুরি করেও টিম ইন্ডিয়ার টেস্ট দলে কেন মিলছে না সুযোগ?

Published on:

Published on:

Rinku Singh not getting a place in Team India's test squad.
Follow

বাংলা হান্ট ডেস্ক: টিম ইন্ডিয়া যখন একদিকে দেশের মাটিতে টেস্টে একের পর এক ব্যর্থতার সম্মুখীন হচ্ছে তখন রিঙ্কু সিংয়ের (Rinku Singh) মতো খেলোয়াড়দের উপেক্ষা করার বিষয়ে প্রশ্ন উঠছে। জানিয়ে রাখি যে, রিঙ্কু সিং প্রথম শ্রেণির ক্রিকেটে ক্রমাগত রান করছেন এবং সেঞ্চুরিও করছেন। যা টিম ইন্ডিয়ার (India National Cricket Team) হয়ে তাঁর টেস্ট অভিষেকের দাবিকে আরও শক্তিশালী করছে। রিঙ্কুর ব্যাটিং এভারেজও দুর্দান্ত। ৯ বছর আগে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকের পর থেকে, রিঙ্কুর ব্যাটিং এভারেজ এখন ৬০-এর কাছাকাছি পৌঁছেছে।

রঞ্জি ট্রফিতে রিঙ্কু সিং (Rinku Singh) সেঞ্চুরি করেছেন:

এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে যে রিঙ্কু রেড বল ক্রিকেটে এখনোও পর্যন্ত কতগুলি সেঞ্চুরি করেছেন? বর্তমান প্রতিবেদনে আমরা এই বিষয়ে আলোচনা করব। কিন্তু তার আগে, চলুন জেনে নিই রিঙ্কুর সেই সাম্প্রতিক দুর্ধর্ষ ইনিংস সম্পর্কে। যেটির জন্য তিনি বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। রিঙ্কু তামিলনাড়ুর বিরুদ্ধে একটি দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন।

 Rinku Singh not getting a place in Team India's test squad.

প্রথমে ব্যাট করে তামিলনাড়ু তাদের প্রথম ইনিংসে ৪৫৫ রান করে। জবাবে, উত্তরপ্রদেশ স্কোরবোর্ডে ২০০ রানে পৌঁছনোর আগেই তাদের অর্ধেক দল হারিয়ে ফেলে। তবে, রিঙ্কু সিং ক্রিজের এক প্রান্ত ধরে রেখেছিলেন এবং তাঁর অনবদ্য সেঞ্চুরিটি করেন। এই সেঞ্চুরির ফলে উত্তরপ্রদেশ তামিলনাড়ুর বিরুদ্ধে ম্যাচে টিকে থাকে।

আরও পড়ুন: আচমকাই বড় সিদ্ধান্ত BCCI-র! এই দেশের বিরুদ্ধে স্থগিত হল সিরিজ

৯ বছরে এত রান, কত সেঞ্চুরি: জানিয়ে রাখি যে, রিঙ্কু সিংয়ের ৯ বছর আগে অর্থাৎ ২০১৬ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ঘটে। তারপর থেকে, তিনি লাল বলের ক্রিকেটে মোট ৯ টি সেঞ্চুরি করেছেন এবং ক্রিকেটের প্রতিটি ফরম্যাট মিলিয়ে তাঁর সেঞ্চুরির সংখ্যা হল ১০। এর অর্থ হল তামিলনাড়ুর বিরুদ্ধে সেঞ্চুরিটি ছিল রিঙ্কুর প্রথম শ্রেণির ক্রিকেটে কেরিয়ারে নবম সেঞ্চুরি। এই ৯ টি সেঞ্চুরির সাহায্যে, রিঙ্কু সিং প্রথম শ্রেণির ক্রিকেটে ৩,৫০০-রও বেশি রান প্রায় ৬০ (৫৯.০৭) এভারেজে করেন। এদিকে, রিঙ্কু ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেট সহ প্রতিটি ফরম্যাটে ২৮২ টি ম্যাচ খেলেছেন। যেখানে তিনি ৮,৮০০-এরও বেশি রান করেছেন।

আরও পড়ুন: ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজে এন্ট্রি দুই তারকা খেলোয়াড়ের! গিলের প্রসঙ্গেও মিলল বড় আপডেট

রিঙ্কু সিংয়ের প্রতি অবিচার: এখন প্রশ্ন হল, ভারতীয় টিম ম্যানেজমেন্ট কীভাবে এমন একজন ব্যাটারকে উপেক্ষা করতে পারে যাঁর এভারেজ ৬০-এর কাছাকাছি। পাশাপাশি, প্রথম শ্রেণির ক্রিকেটে রিঙ্কু সিং প্রতি বছর সেঞ্চুরিও করেন। এমতাবস্থায়, কেন তিনি ভারতের হয়ে টেস্ট ক্রিকেট খেলতে পারছেন না তা নিয়ে উঠছে প্রশ্ন। সর্বোপরি, ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করা রিঙ্কু সিং কেন টিম ইন্ডিয়া টেস্ট দলে সুযোগ পাওয়া থেকে বঞ্চিত থাকছেন তা অবাক করেছে ক্রিকেট অনুরাগীদেরও।