বাংলা হান্ট ডেস্ক: তিনি ব্যাট হাতে মাঠে নামলেই দর্শকদের মধ্যে বাড়িতে উত্তেজনা পরিলক্ষিত হয়। তাঁর একের পর এক বিধ্বংসী ইনিংস দলের জয় এনে দেওয়ার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এমতাবস্থায়, আলিগড়ের সদাহাস্য তরুণ এই খেলোয়াড় KKR (Kolkata Knight Riders)-এর অন্যতম সদস্য হয়ে উঠেছেন। তিনি আর কেউ নন, রিঙ্কু সিং (Rinku Singh)। গত মরশুমে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে রিঙ্কু সিংয়ের ৫ বলে ৫ টি ছক্কার মাধ্যমে জয় ছিনিয়ে নিয়ে আসার ঘটনা স্মরণীয় হয়ে রয়েছে IPL (Indian Premier League)-এর ইতিহাসে।
শুধু তাই নয়, IPL-এর মঞ্চে KKR-এ দুরন্ত পারফরম্যান্সের মাধ্যমে তাঁর জন্য খুলে গিয়েছে জাতীয় দলের দরজাও। এদিকে, চলতি বছরে সদ্য শুরু হওয়া IPL-এও স্বমহিমায় রয়েছেন রিঙ্কু। হায়দ্রাবাদের বিরুদ্ধে KKR-এর প্রথম ম্যাচে তিনি ১৫ বলে ২৩ রানের ইনিংস খেলেন। যেখানে তিনি মারেন ৩ টি বাউন্ডারি। এমতাবস্থায়, আগামী ম্যাচগুলিতে রিঙ্কুর কাছ থেকে মারকাটারি ব্যাটিং দেখার জন্য অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা। তবে, তার আগেই একটি বড় আপডেট সামনে এসেছে। যেটি জানার পর অবাক হবেন প্রত্যেকেই।
প্রসঙ্গত উল্লেখ্য যে, এতদিন ধরে IPL-এ KKR তারকা রিঙ্কু সিংয়ের বেতন ছিল ৫৫ লক্ষ টাকা। যেটির পরিপ্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ায় সরব ছিলেন তাঁর অনুরাগীরা। মূলত, রিঙ্কুর বেতন বৃদ্ধির দাবি করতেন তাঁরা। এমতাবস্থায়, তাঁদের জন্য এল সুখবর। কারণ, চলতি বছরের IPL থেকেই রিঙ্কুর বেতন বেড়ে হল প্রায় দ্বিগুণ। হ্যাঁ, ঠিক শুনেছেন। এবার থেকে রিঙ্কুর বেতন হবে ১ কোটি টাকা।
আরও পড়ুন: বারবার হামলার জের, ব্রিটেনের হিন্দু মন্দিরগুলিতে এবার কড়া নিরাপত্তা! কোটি কোটি টাকা বরাদ্দ সুনকের
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, BCCI-এর তরফে ইতিমধ্যেই কয়েকজন ভারতীয় ক্রিকেটারের IPL বেতন বাড়ানো হয়েছে। যেখানে, রিঙ্কুর পাশাপাশি রয়েছেন আরও তিন ক্রিকেটার। আর তাঁরা হলেন রজত পাতিদার, জীতেশ শর্মা ও সাই সুদর্শন। জানা গিয়েছে যে, রজত পাতিদার থেকে শুরু করে জীতেশ শর্মা ও সাই সুদর্শন প্রত্যেকেরই বেতন বৃদ্ধি করে ৫০ লক্ষ টাকা করা হয়েছে। তাঁদের পূর্বের বেতন ছিল ২০ লক্ষ টাকা। এদিকে, রিঙ্কু পূর্বে বেতন ছিল ৫৫ লক্ষ টাকা। যা এখন বেড়ে পৌঁছে গিয়েছে ১ কোটিতে।
আরও পড়ুন: মুসলিমরাই প্রথম দেন “ভারত মাতা কি জয়” ও “জয় হিন্দ” স্লোগান! CAA-র সমালোচনা করে জানালেন বিজয়ন
পরবর্তী ম্যাচ ব্যাঙ্গালোরের বিরুদ্ধে: উল্লেখ্য যে, চলতি মরশুমের IPL জয়ের মাধ্যমে শুরু করেছে KKR। গত শনিবার ঘরের মাঠে অর্থাৎ ইডেনে হায়দ্রাবাদকে হারিয়ে ২ পয়েন্ট ঝুলিতে ভরেছে KKR শিবির। যদিও এবার পরবর্তী ম্যাচটি হবে অ্যাওয়ে ম্যাচ। যেখানে আগামী শুক্রবার রাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে মাঠে নামতে চলেছে নাইটরা।