Video: উইকেটের পিছন থেকে ক্রমাগত বিরক্ত করছেন পন্থ, অতিষ্ট হয়ে উইকেট ছুড়ে দিলেন জ্যাক ক্রোলি

বাংলা হান্ট ডেস্কঃ আজ গুজরাটের আমেদাবাদে চলছে ভারত বনাম অস্ট্রেলিয়ার চার ম্যাচের টেস্ট সিরিজের চতুর্থ তথা শেষ টেস্ট ম্যাচ। আর এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড অধিনায়ক জো রুট। প্রথমে ব্যাটিং করে ভারতীয় স্পিনারদের সামনে ফের একবার ধরাশায়ী ইংলিশ ব্যাটসম্যানরা। মাত্র 202 রানেই শেষ হয়েছে ইংল্যান্ডের প্রথম ইনিংস।

ইংল্যান্ডের ব্যাটিং বিপর্যয়ের কারণ শুরুতেই দুই ওপেনারকে হারানো। আর এই কাজটি করেছেন ভারতীয় স্পিনার অক্ষর প্যাটেল। তৃতীয় ম্যাচে ঠিক যেখানে শেষ করেছিলেন চতুর্থ ম্যাচে সেখান থেকেই শুরু করলেন অক্ষর প্যাটেল। শুরুতেই ইংল্যান্ডের দুই ওপেনারকে আউট করে ইংল্যান্ড ব্যাটিংয়ের কোমর ভেঙে দিয়েছেন অক্ষর প্যাটেল। 26 ওভার বল করে 68 রান দিয়ে 4 টি উইকেট তুলে নিয়েছেন অক্ষর প্যাটেল।

https://twitter.com/teamindia2_0/status/1367338676099837952?s=20

ইংল্যান্ডের ওপেনার জ্যাক ক্রাউলিকে টানা তৃতীয়বার আউট করলেন অক্ষর প্যাটেল। তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে এবং দ্বিতীয় ইনিংসে অক্ষর প্যাটেলের শিকার হয়েছিলেন জ্যাক ক্রাউলি। চতুর্থ টেস্টের প্ৰথম ইনিংসেও সেই একই ঘটনা ঘটলো। চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে জ্যাক ক্রাউলিকে আউট করলেন অক্ষর প্যাটেল। তবে এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ভারতের উইকেটরক্ষক ঋষভ পন্থ। উইকেটের পেছনে দাঁড়িয়ে তিনি ক্রমাগত ইংল্যান্ড ওপেনার জ্যাক ক্রাউলিকে বিরক্ত করে যাচ্ছিলেন যার সুবাদে তিনি একটা সময় রেগে যান এবং রাগের মাথায় বড় শট খেলতে গিয়ে ক্যাচ দিয়ে বসেন মহম্মদ সিরাজ এর হাতে এবং আউট হয়ে ফিরে প্যাবিলিয়নে যেতে হয় তাকে।

https://twitter.com/teamindia2_0/status/1367338676099837952?s=20


Udayan Biswas

সম্পর্কিত খবর