কপিল দেবকে পিছনে ফেলে এক ঝটকায় ৪০ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন ঋষভ পন্ত

বাংলা হান্ট ডেস্কঃ দুই ম্যাচের সিরিজে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলছে ভারতীয় দল। রোহিত শর্মার নেতৃত্বে, দলটি দুর্দান্ত পারফরম্যান্স করছে এবং ভারতীয় দল টেস্ট সিরিজে ক্লিন সুইপের কাছাকাছি রয়েছে। এই সিরিজে দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্তের ব্যাটও তুমুল গর্জে উঠেছে। একই সঙ্গে গোলাপি বলের টেস্টে বড় রেকর্ডও গড়েছেন পন্ত।

দ্বিতীয় ম্যাচে ঋষভ পন্ত নিজের নামে একটি বড় রেকর্ড গড়েছেন। পন্ত এখন ভারতের হয়ে টেস্টে দ্রুততম ফিফটি করা ব্যাটসম্যান হয়েছেন। কপিল দেব, শার্দুল ঠাকুর এবং বীরেন্দ্র সেহবাগের মতো খেলোয়াড়দের পেছনে ফেলেছেন তিনি। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে মাঠে দেখা যায় পন্তের ঝড়। শ্রীলঙ্কার বোলারদের একাই বিধ্বস্ত করেছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ঋষভ পন্ত মাত্র ২৮ বলে হাফ সেঞ্চুরি করেছেন। ভারতের আর কোনো ব্যাটসম্যান আজ পর্যন্ত এমন কীর্তি করতে পারেননি। এর আগে এই রেকর্ডটি ছিল অভিজ্ঞ অধিনায়ক কপিল দেবের নামে, যিনি ৩০ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন। সেই সঙ্গে শার্দুল ঠাকুরের নামে ৩১ বলে হাফ সেঞ্চুরি রয়েছে। এমন পরিস্থিতিতে এক ঝটকায় ৪০ বছরের পুরনো রেকর্ড ভেঙে ফেললেন পন্ত।

https://twitter.com/BCCI/status/1502984797219880964?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1502984797219880964%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fzeenews.india.com%2Fhindi%2Fsports%2Fcricket%2Find-vs-sl-pink-ball-test-rishabh-pant-smash-the-fastest-test-fifty-by-an-indian-breaks-40-years-old-record%2F1123988

অন্যদিকে, ভারতীয় জোরে বোলার জসপ্রিত বুমরাহও আজ বড় রেকর্ড করেছেন। এদিন তিনি আন্তর্জাতিক কেরিয়ারে ৩০০ উইকেট নিয়ে বড় মাইলস্টোন ছুঁলেন। অন্যদিকে, তিনি এই শ্রীলঙ্কার প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েও একটি অনন্য রেকর্ড গড়েন। বর্তমানে বুমরাহ ৮বার ৫টি উইকেট নিয়েছেন। যা এখনও কোনও ভারতীয় জোরে বোলার পারেননি।

Koushik Dutta

সম্পর্কিত খবর