নড়বড়ে ভারতীয় ব্যাটিং লাইন আপকে কিছুক্ষণের জন্য হলেও স্বস্তি দিয়ে রেকর্ড গড়লেন রিশভ পন্থ

বাংলা হান্ট নিউজ ডেস্ক: বাংলাদেশের বিরুদ্ধে চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্ট খেলতে নেমে রীতিমতো বেপাকে পড়ে গিয়েছিল ভারত। দুই ওপেনার লোকেশ রাহুল এবং শুভমান গিলের মধ্যে ৪১ রানের একটি পার্টনার হয়। কিন্তু তারপর মাত্র ৭ সাত রানের ব্যবধানে দুই ওপেনারের পাশাপাশি বিরাট কোহলি কেউ হারায় ভারত।

তাইজুল ইসলামের বল সামলাতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছিল ভারতীয় দল। শুভমান গিল এবং বিরাট কোহলিকে তিনিই প্যাভিলিয়নে ফেরান। লোকেস রাহুলকে ফিরিয়েছেন খালেদ আহমেদ। দুই ওপেনার শুভমান গিল (২২) এবং লোকেশ রাহুলকে (২০) ভালোই ছন্দে দেখাচ্ছিল। কিন্তু দুজনে দ্রুত আউট হয়ে গিয়ে ভারতকে চাপে ফেলে দেন।

এই সময় বিরাট কোহলিও মাত্র এক রানে আউট হয়ে যাওয়ার কারণে ভারতের ওপর চাপ আরও বেড়েছিল। কিন্তু এই সময় পরিস্থিতি কিছুটা সামান দেন চেতেশ্বর পুজারা এবং এই ফরম্যাটে ভারতের হয়ে ধারাবাহিকভাবে পারফরম্যান্স দেখানো রিশভ পন্থ। দুজনে মিলে লাঞ্চের সময় ভারতীয় দলকে ৮৫ রান অবধি পৌঁছে দেয়।

রিশভ পন্থ যদিও লাঞ্চের পর বেশিক্ষণ টিকতে পারেননি। ৪৫ বলে ৬টি চার ও ২টি ছক্কা সহ ৪৬ রান করে তিনি মেহেদী হাসান মিরাজের শিকার হন। তবে আজকের এই ইনিংসের পর তিনি আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ৪০০০ রানের গন্ডি পেরিয়ে গিয়েছেন। তবে তিনি আউট হওয়ার পর আবারও কিছুটা চাপে ভারতীয় দল।

প্রতিবেদনটি লেখার সময় ভারতীয় ইনিংসকে সামলানোর চেষ্টা করছেন চেতেশ্বর পূজারা। ৫৩ বলে ২৬ রান করে অপরাজিত রয়েছেন তিনি। তার সঙ্গে রয়েছেন শ্রেয়স আইয়ার। ৩৩ ওভার শেষে ৪ উইকেট খুইয়ে ভারতের স্কোর ১২০।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর