বাংলা হান্ট ডেস্ক: IPL (Indian Premier League)-এর মাঝেই বড় শাস্তি পেলেন দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) অধিনায়ক ঋষভ পন্থ (Rishav Pant)। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, তাঁকে ১ ম্যাচের জন্য সাসপেন্ড করা হয়েছে। এছাড়াও, ঋষভ পন্থসহ পুরো দলকে মোটা অঙ্কের জরিমানা করা হয়েছে বলেও জন্য গিয়েছে। মূলত, IPL-এর আচরণবিধি লঙ্ঘনের জন্য পন্থের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। উল্লেখ্য যে, দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে গত ৭ মে রাজস্থানের বিরুদ্ধে ম্যাচ খেলে ঋষভের দল। ওই সময়কালে দিল্লি ক্যাপিটালসের ওভার রেট বেশ স্লো ছিল। চলতি মরশুমে তৃতীয়বারের মতো এমন ঘটনা ঘটার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এর আগেও দু’বার জরিমানা করা হয়েছিল: জানিয়ে রাখি, এর আগেও স্লো ওভার রেটের জন্য ২ বার জরিমানা করা হয়েছিল অধিনায়ক পন্থকে। এমতাবস্থায়, তৃতীয়বারের জন্য IPL-এর আচরণবিধি ভঙ্গের ফল ভোগ করতে হয়েছে পুরো দলকে। ইতিমধ্যেই IPL-এর তরফে এই সংক্রান্ত একটি আনুষ্ঠানিক বিবৃতি জারি করা হয়েছে। উল্লেখ্য যে, রাজস্থানের বিরুদ্ধে চলা ম্যাচে দিল্লি ক্যাপিটালস ২০ রানে জিতেছিল। ওই ম্যাচে দলের ওপেনার জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক এবং অভিষেক পোরেল দুর্দান্ত ব্যাটিং করেছেন।
RCB-র বিরুদ্ধে খেলতে পারবেন না: এদিকে, এক ম্যাচ সাসপেন্ড হওয়ার ফলে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক RCB-র বিরুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না পন্থ। ওই ম্যাচটি হবে আগামী ১২ মে বেঙ্গালুরুতে। এমন পরিস্থিতিতে প্লে-অফে যাওয়ার পথ আরও কঠিন হয়ে উঠতে পারে দিল্লির। চলতি মরশুমে অধিনায়কত্বের পাশাপাশি ব্যাটিং এবং উইকেটের পেছনে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে সবাইকে মুগ্ধ করেছেন পন্থ। ভয়াবহ দুর্ঘটনার পর ফিরে আসা পন্থের বর্তমান ফর্ম দেখে বিশ্বাস করাই কঠিন যে, তিনি দীর্ঘ কয়েক মাস মাঠের বাইরে ছিলেন।
আরও পড়ুন: সুখবর! NJP থেকে স্পেশাল টুরিস্ট ট্রেনের সফর শুরু রেলের, রইল রুট-স্টপেজ-ভাড়া সহ বিস্তারিত তথ্য
দিল্লি ক্যাপিটালসের আবেদনের শুনানি হয়নি: ইতিমধ্যেই ঋষভ পন্থকে ৩০ লক্ষ টাকার জরিমানা করা হয়েছে। এছাড়া এক ম্যাচের জন্য সাসপেন্ডও হয়েছেন তিনি। একইসঙ্গে ইমপ্যাক্ট প্লেয়ার সহ ওই ম্যাচ খেলা পুরো দলকেও শাস্তি দেওয়া হয়েছে। প্রত্যেক খেলোয়াড়কে ম্যাচ ফির অর্ধেক বা ১২ লক্ষ টাকা, যেটি কম হবে সেটি জরিমানা হিসেবে দিতে হবে।
আরও পড়ুন: পিছিয়ে পড়ল আমেরিকা! বিতর্কের মাঝেই ভারত-চিনের মধ্যে জোরদার বাণিজ্য, প্রকাশ্যে পরিসংখ্যান
এদিকে, IPL-এর কোড অফ কন্ডাক্টের ধারা ৮-এর অধীনে, দিল্লি ক্যাপিটালস ম্যাচ রেফারির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আপিল করেছিল। এই আপিল BCCI-র কাছে পাঠানো হয়েছিল। কিন্তু মামলার ভার্চুয়াল শুনানির পর BCCI ম্যাচ রেফারির সিদ্ধান্তকে সঠিক বলে মনে করেছে।