বাংলাহান্ট ডেস্ক: বলিউডের (Bollywood) সঙ্গে অপরাধ জগতের যোগাযোগের খবর নতুন নয়। অন্ধকার জগতের বহু কুখ্যাত ডন, গ্যাংস্টারদের সঙ্গে নিত্য ওঠাবসা ছিল বলিউড সুপারস্টারদের। পুরনো দিনের লাস্যময়ী নায়িকাদের অনেকের উপরেই চোখ পড়েছিল এইসব ডনদের। কতটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল দুই জগতের, একবার নিজের মুখেই ফাঁস করেছিলেন প্রয়াত অভিনেতা ঋষি কাপুর (Rishi Kapoor)।
বেফাঁস এবং বিতর্কিত মন্তব্য করার জন্য সুপরিচিত ছিলেন ঋষি। কোনো কথা বলার আগে তার ফলাফল সম্পর্কে ভাবতেন না তিনি। তাঁর মনে যা, মুখেও ছিল তাই। এহেন ঋষির সঙ্গে অপরাধ জগতের বেতাজ বাদশা, কুখ্যাত ডন দাউদ ইব্রাহিমের (Dawnlod Ibrahim) বেশ ভাল সম্পর্ক ছিল।
শোনা যায়, নব্বইয়ের দশকে দুবাইতে থেকেই বলিউডের উপরে ছড়ি ঘোরাতেন দাউদ। বেশ কিছু বিষ্ফোরণ, হামলা এবং হত্যার মতো অপরাধের অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। এখনো পর্যন্ত বলিউডের সঙ্গে দাউদের নাম একসঙ্গে উচ্চারিত হয়। ভারতের ‘মোস্ট ওয়ান্টেড’ ডন তিনি।
এই দাউদ ইব্রাহিমের সঙ্গেই একবার চা পানের ‘সৌভাগ্য’ হয়েছিল ঋষির। সেকথা নিজের মুখে স্বীকার করেছিলেন অভিনেতা। ১৯৮৮ সালের স্মৃতি শেয়ার করে এক সাক্ষাৎকারে ঋষি জানিয়েছিলেন, সে সময়ে আশা ভোঁসলে, আর ডি বর্মন সহ আরো কয়েকজন নামী ব্যক্তিত্বদের সঙ্গে একটি শোয়ের জন্য দুবাই গিয়েছিলেন তিনি।
সেখানেই দাউদ ইব্রাহিমের এক ঘনিষ্ঠ ব্যক্তি ঋষি কাপুরের কাছে এসে অনুরোধ করেছিলেন, গ্যাংস্টারদের সঙ্গে চা পান করে কিছুক্ষণ সময় কাটাতে। সে সময়ে ভারতে দাউদের পরিচয় একজন কুখ্যাত গ্যাংস্টার। তা সত্ত্বেও ঋষি তাঁর সঙ্গে চা খেলেন! কোনো অনুতাপ হল না? প্রশ্ন করা হয়েছিল ঋষিকে।
পালটা অভিনেতা প্রশ্ন করেন, এতে অনুতাপের কী আছে? গোটা ঘটনাটা জানিয়ে ঋষি বলেন, “আমি দুবাইতে পৌঁছাতেই একজন এসে আমার হাতে একটা মোবাইল ধরিয়ে দিল। সে সময়ে ভারতে মোবাইল না থাকলেও দুবাইতে এসে গিয়েছিল। আমি কথা বলতে চাই কিনা সেটা জানতে না চেয়েই সোজা আমার হাতে ধরিয়ে দেওয়া হয় মোবাইলটা।”
ঋষি জানান, নিজেকে ‘ভাই’ বলে পরিচয় দিয়েছিলেন দাউদ। তারপরেই তাঁকে চা পানের জন্য আমন্ত্রণ জানান। ঋষি বলেন, দাউদের ব্যাপারে যে অভিযোগ তোলা হয়েছিল সেসবে তাঁর বিশ্বাস ছিল না। তাই তিনি আপত্তি করেননি। এখানেই থামেননি ঋষি।
Will still watch their movies ?#BoycottBrahamastra #Brahmastra pic.twitter.com/umBbYLKoDm
— Kreately.in (@KreatelyMedia) September 5, 2022
তিনি জোর গলায় বলেছিলেন, জীবনে অনেক অপরাধীদের সঙ্গে পরিচয় হয়েছে তাঁর। তিনি নিজেও হয়তো একজন অপরাধী। হ্যাঁ, তিনি হয়তো কোনো গুরুতর অপরাধ করেননি। তবে দাউদের সঙ্গে তিনি একজন অভিনেতা হিসাবেই দেখা করেছিলেন তাঁর কাহিনিটা জানতে। তিন চার ঘন্টা কথা বলেছিলেন তাঁরা। ‘ডি ডে’ ছবিতে দাউদ ইব্রাহিমের ভূমিকায় অভিনয় করার পর থেকেই নাকি ডনের থেকে তিনি অনুপ্রাণিত হন বলে দাবি করেছিলেন ঋষি।