এখনকার পরিচালকদের সঙ্গে কাজ করার ইচ্ছা, কিন্তু কেউ ডাকে না, আক্ষেপ রীতা দত্ত চক্রবর্তীর

Published On:

বাংলাহান্ট ডেস্ক: রীতা দত্ত চক্রবর্তী (Rita Dutta Chakraborty), টলিপাড়ার অন্যতম দাপুটে অভিনেত্রী। যিনি বড়পর্দা থেকে ছোটপর্দা কিংবা থিয়েটার সর্বত্রই নিজের অভিনয় দক্ষতার ছাপ রেখেছেন। বেশ কয়েকজন নামী পরিচালকের ছবিতে কাজ করেছেন তিনি। তবে সাম্প্রতিক কালে সিরিয়ালেই বেশি দেখা যায় তাঁকে। ছবিতে আর কাজ করেন না কেন রীতা?

সম্প্রতি এক সাক্ষাৎকারে কিছু আক্ষেপ নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। তিনি জানান, কোনোদিনই উচ্চাকাঙ্খা ছিল না তাঁর। তিনি জানেন, তাঁকে কেমন দেখতে, তিনি কতটা কী পারেন। তাই বড়পর্দা থেকে ডাক না পেলে তিনি এইভাবে লজিক সাজান যে, হয়তো তাঁর মধ্যেই কিছু ত্রুটি আছে যে জন্য তিনি সুযোগ পেলেন না।

তবুও একটা আক্ষেপ রয়েই গিয়েছে রীতা দত্ত চক্রবর্তীর। কয়েকজন নামী পরিচালকের সঙ্গে কাজ করতে পেরেছেন তিনি। কিন্তু এখন যে পরিচালকরা ভাল কাজ করছেন তাঁদের ছবিতেও অভিনয় করতে পারলে খুশি হতেন বলে জানান অভিনেত্রী। আসলে ছবিতে যতটা বাস্তবের কাছাকাছি অভিনয় করা যায়, সিরিয়ালে তা হয় না।

অভিনেত্রী স্পষ্টই জানান, কাজের জন্য কাউকে বলতে তাঁর সংকোচ বোধ হয়। সত্যজিৎ রায়, মৃণাল সেনের মতো পরিচালকরা চরিত্রের জন্য মানানসই অভিনেতা অভিনেত্রী খুঁজে নিতেন। রীতা এখনো মানতে পারেন না যে যুগ বদলেছে। এখনো তিনি সোশ্যাল মিডিয়া পছন্দ করেন না। কারণ যে ধরনের কমেন্ট সেখানে করা হয় তা একেবারেই পছন্দ নয় তাঁর।

অভিনেত্রীর মতে, ছোট হোক বা বড় সবাইকে যোগ্য সম্মানটুকু দেওয়া উচিত। তাই সোশ্যাল মিডিয়ায় তিনি তেমন সক্রিয় থাকেননা। তিনি সিরিয়াল এবং থিয়েটার নিয়েই দিব্য আছেন। এই মুহূর্তে জি বাংলার ‘উড়ন তুবড়ি’ সিরিয়ালে নায়ক অর্জুনের মায়ের চরিত্রে অভিনয় করছেন রীতা দত্ত চক্রবর্তী। খল চরিত্র হলেও অভিনয় গুণে প্রথম দিন থেকেই নজর কেড়ে নিয়েছেন তিনি।

X