বিতর্ক-ট্রোল সব অতীত, আরজিকর ভুলে পুরনো প্রেমে মজলেন ঋতুপর্ণা, কে ফিরে এল জীবনে?

বাংলাহান্ট ডেস্ক : অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে (Rituparna Sengupta) নিয়ে বিতর্কের অন্ত নেই। বিশেষ করে সাম্প্রতিক আরজিকর এর ঘটনায় লাগাতার ট্রোলের মুখে পড়তে হয়েছিল তাঁকে। আক্রমণ শুধু নেট মাধ্যমে থেমে থাকেনি। শ্যামবাজারে রাত দখলের কর্মসূচিতে গিয়ে জনরোষের মুখে পড়েন ঋতুপর্ণা (Rituparna Sengupta)। তবে এখন অবশ্য বিতর্ক খানিক স্তিমিত হয়েছে। অভিনেত্রীও জানিয়ে দিয়েছেন, ট্রোলকে তিনি কেয়ার করেন না। আপাতত পুজোর আনন্দে গা ভাসাতে তৈরি ঋতুপর্ণা (Rituparna Sengupta)।

পুরনো প্রেম ফিরল ঋতুপর্ণার (Rituparna Sengupta)

দুর্যোগ, আন্দোলনের মাঝেই এগিয়ে এসেছে পুজো। আর দিন কয়েক পরেই ষষ্ঠী। এবারের পুজো অনেকটাই আলাদা। উপরন্তু তিলোত্তমার বুকে লাগাতার মিছিল, আন্দোলনের সুরে আরোই চাপা পড়ে গিয়েছে পুজোর আওয়াজ। তবুও মণ্ডপে মণ্ডপে ভিড় কম নেই। এখন থেকেই প্যান্ডেল হপিংয়ে বেরিয়ে পড়েছেন অনেকে। আর এই পুজো পুজো আমেজেই পুরনো প্রেম ফিরে এল ঋতুপর্ণার (Rituparna Sengupta) জীবনে।

আরো পড়ুন : আগে থেকেই পুত্রবধূর ভবিষ্যৎ বলে দিয়েছিলেন মিঠুন, মাদলসাকে ‘ঠকিয়ে’ বিয়ে করেন মিমো!

জীবন বদলেছে অভিনেত্রীর

ব্যাপারটা কী? ঋতুপর্ণার (Rituparna Sengupta) ফিল্মি কেরিয়ারে পুরনো প্রেমের গুঞ্জনের ব্যাপারে তো সকলেই জানেন। সে প্রেম অবশ্য পরিণতি পায়নি। বাস্তবে এখন স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করছেন অভিনেত্রী। কলকাতা এবং সিঙ্গাপুর দু জায়গাতেই রয়েছে তাঁর সংসার। দুই বাড়িতেই পালা করে থাকেন ঋতুপর্ণা (Rituparna Sengupta)। তবে এবার কলকাতায় এসেই পুরনো প্রেম খুঁজে পেলেন তিনি।

আরো পড়ুন : আরাধ্য ঈশ্বরই ‘বেস্ট ফ্রেন্ড’, নিজের পুজোর জামা না হলেও রাধা কৃষ্ণকে উপহারে ভরালেন দিব্যানী

নতুন মিউজিক ভিডিওতে ঋতুপর্ণা

না, অফস্ক্রিনে নয়, অনস্ক্রিনে। আসলে সমু মিত্র পরিচালিত এবং প্রযোজিত পুজোর মিউজিক ভিডিও ‘দুর্গা পুজো সবার’এ দেখা যাবে দেখা মিলবে ঋতুপর্ণার (Rituparna Sengupta)। মিউজিক ভিডিওতে অভিনেত্রীর চরিত্রের নাম পূর্ণা। তিনি বিদেশ থেকে কলকাতায় এসেছেন পুজো উদযাপন করতে। সেখানেই পুরনো প্রেমকে নতুন করে ফিরে পান তিনি। এই মিউজিক ভিডিও সম্পর্কে ঋতুপর্ণা (Rituparna Sengupta) বলেন, সমু মিত্রের সঙ্গে ২৫ বছরেরও বেশি সময় ধরে বন্ধুত্ব তাঁর। তাঁর সঙ্গে কাজ করা মানেই এক দারুণ অভিজ্ঞতা। দুর্গাপুজো আত্মীয়তার উৎসব। এই গানের মধ্যে দিয়ে সেই অনুভূতি ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে বলে জানান ঋতুপর্ণা।

Rituparna Sengupta

মিউজিক ভিডিওতে গান গেয়েছেন শান। সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন সমিধ মুখোপাধ্যায়। তিনিও গান গেয়েছেন। এছাড়াও রয়েছেন মিস জোজো, উরভী এবং পৌলমী। মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন জয়ী দেবরায়, নায়রা বন্দ্যোপাধ্যায়, জয় সেনগুপ্তের মতো অভিনেতা অভিনেত্রীরা।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর