পরপর তিন ম্যাচে ফ্লপ, বিরাট কোহলিকে টপকে IPL-এ রেকর্ড গড়লেন রবিন উথাপ্পা

বাংলা হান্ট ডেস্কঃ এবার আইপিএলে এখনো পর্যন্ত ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি এই মরশুমে রাজস্থান রয়েলস দলে যোগদান করা রবীন উথাপ্পা। ইতিমধ্যে তিনটি ম্যাচ খেলে ফেলেছে রবিন উথাপ্পা কিন্তু এখনো পর্যন্ত ব্যাটে কোন রানই আসেনি তার। কলকাতা নাইট রাইডার্স এর বিরুদ্ধে বুধবার 7 বলে মাত্র 2 রান করে কমলেশ নগরকোটির শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরে যান রবিন উথাপ্পা।

একদিকে রবিন উথাপ্পার ব্যাটে এখনও পর্যন্ত কোন রানই আসে নি, তার উপর ফের আরেকটি লজ্জার রেকর্ড করে ফেললেন রবিন উথাপ্পা। বুধবার কলকাতা নাইট রাইডার্স এর কাছে 37 রানে হেরে যায় রাজস্থান রয়েলস। আর এই হারের মধ্য দিয়েই আইপিএলে 91 টি ম্যাচ হারার রেকর্ড হয়ে গেল রবিন উথাপ্পার নামে। এই মুহূর্তে আইপিএলে হারের পরিসংখ্যানের দিক দিয়ে সবার ওপরে রয়েছেন রবিন উথাপ্পা।

14888518cfac5db66c8bbcf1dbf2bb232546a126461c8613f7602424456bd8c7f7f5ba04

আইপিএলে সর্বাধিক হারের রেকর্ডের দিক দিয়ে রবিন উথাপ্পার পরেই রয়েছেন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি। বিরাট কোহলি আইপিএলে 90 টি ম্যাচ হেরেছেন।

150484999b08798ddeb6c0bfe4c641f606df5adc5b93c84e35342624b4df37ca1079565bf

রবিন উথাপ্পা, বিরাট কোহলির পরে এই রেকর্ডের দিক দিয়ে তৃতীয় স্থানে রয়েছেন কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়ক দীনেশ কার্তিক। দীনেশ কার্তিক এখনও পর্যন্ত আইপিএলে মোট 87 টি ম্যাচ হেরেছেন। এছাড়াও গত বুধবার কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়েলস ম্যাচে কোভিড নিয়মবিধি ভেঙ্গে বিতর্কে জড়িয়েছেন রবিন উথাপ্পা।


Udayan Biswas

সম্পর্কিত খবর