‘অপা’ কাণ্ডে মৌনব্রত, গ্রেফতারির পর ভয় পেলেন নাকি? মুখ খুললেন প্রতিবাদী রোদ্দুর রায়

Published On:

বাংলাহান্ট ডেস্ক: মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় (Mamata Banerjee) থেকে অভিষেক বন্দ‍্যোপাধ‍্যায় (Abhishek Banerjee), এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) পর্যন্ত কেউ বাদ যান না তাঁর আক্রমণ থেকে। অশ্রাব‍্য ভাষায় চোখা চোখা বাক‍্যবাণ ছোঁড়েন তিনি সোশ‍্যাল মিডিয়াকে হাতিয়ার করে। তিনি ইউটিউবার রোদ্দু্র রায় (Roddur Roy)। মাস কয়েক আগেই একাধিক মামলায় জেল খেটে এসেছেন তিনি।

তবে জেল থেকে বেরোনোর পরে আগের থেকে অনেকটাই নিশ্চুপ রোদ্দুর। রাজ‍্য তোলপাড় হওয়া এসএসসি দুর্নীতি কাণ্ডে বিশেষ মুখ খুলতে দেখা যায়নি তাঁকে। এহেন উলটো আচরণের কারণ কি? তবে কি প্রতিবাদী রোদ্দুর ভয় পেয়েছেন, পাছে আবার গ্রেফতার হতে হয়?


সংবাদ মাধ‍্যমের কাছে ইউটিউবারের বক্তব‍্য, তিনি আগের মতোই আছেন। শুধু ভিডিও বানাতে পারছেন না কারণ তাঁর ডিভাইস পুলিসের কাছে জমা। জামিন পেয়ে গেলেও মামলার জন‍্য ব‍্যাঙ্কশাল আদালতে হাজিরা দিতে হচ্ছে তাঁকে। এসব ঝামেলা মিটে গেলেই আবার আগের রূপে ফিরবেন বলে দাবি করেছেন রোদ্দুর।

ইউটিউবার আরো বলেন, বাক স্বাধীনতা সকলের আছে। কিন্তু সরকার চায় তার মতো করেই সবাইকে চালাতে। তাই নিজস্ব মত প্রকাশ করতে গেলে গ্রেফতার হতে হয়। যদিও রোদ্দুর বলেন, মিথ‍্যে মামলায় গ্রেফতার করে যে বিশেষ কিছু করা যায় না সেটা তিনি খুব ভালভাবেই বুঝে গিয়েছেন।

কিছুদিন আগেই একটি ভিডিও ভাইরাল হয়েছিল রোদ্দুরের। আগের মতোই গালাগালি সহযোগে অপসারিত মন্ত্রী পার্থচট্টোপাধ‍্যায়কে নিশানা করেছিলেন তিনি। প্রশ্ন তুলেছিলেন, ‘দুর্নীতির উপরে বসে আছেন, কীসের মন্ত্রী আপনারা? ছেলেপিলেরা বসে আছে, চাকরিতে নিজেদের লোক ঢোকাচ্ছে পার্টি। পার্টি ঠিক করবে কারা থাকবে না থাকবে। গোটা সিস্টেমটাই বসে রয়েছে পার্টির উপরে।’

এবার রোদ্দুর বলেন, তিনি আগেই দাবি করেছিলেন যে গোটাটাই একটা বড়সড় দুর্নীতি। ‘অপা’ কাণ্ড তার অংশ মাত্র। মামলা মিটলেই আবারো স্বমহিমায় ফিরবেন বলে জানিয়েছেন রোদ্দুর। গ্রেফতারির তোয়াক্কা তিনি করেন না।

সম্পর্কিত খবর

X