দুর্নীতির উপরে বসে কীসের মন্ত্রী আপনারা? পার্থ কাণ্ডে অশ্রাব‍্য গালাগালি দিয়ে ভিডিও বানালেন রোদ্দুর রায়

বাংলাহান্ট ডেস্ক: মাসখানেক আগেই জামিন পেয়েছেন। মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ‍্যোপাধ‍্যায় (Abhishek Banerjee) সম্পর্কে বিতর্কিত মন্তব‍্য করে বড়সড় বিপদে ফেঁসেছিলেন রোদ্দুর রায় (Roddur Roy)। একাধিক মামলা দায়ের হয়েছিল ইউটিউবারের বিরুদ্ধে। বেশ কিছুদিন জেল খাটার পর ছাড়া পান রোদ্দুর। আর তারপরেই ফের স্বমহিমায় ফিরেছেন তিনি।

রাজনৈতিক বিষয় হোক বা অন‍্য কিছু, ভিডিও বার্তায় নিজের মতামত জাহির করা চাই-ই রোদ্দুরের। আর এসব করেই বিতর্কে জড়ান তিনি। এবার যেমন রাজ‍্য রাজনীতিতে সবথেকে ট্রেন্ডিং বিষয়, এসএসসি দুর্নীতি কাণ্ডে মুখ খুলেছেন রোদ্দুর রায়। যারা রোদ্দুরকে চেনেন তারা খুব ভালভাবেই জানেন, ইউটিউবারের ভিডিও মানেই অশ্রাব‍্য গালাগালির বন‍্যা।

roddur roy 1
এবারেও তার ব‍্যতিক্রম হয়নি। প্রাক্তন মন্ত্রীকে ছাপার অযোগ‍্য গালাগালি দিয়ে রোদ্দুরের প্রশ্ন, দুর্নীতির উপরে বসে আছেন, কীসের মন্ত্রী আপনারা? ছেলেপিলেরা বসে আছে, চাকরিতে নিজেদের লোক ঢোকাচ্ছে পার্টি। পার্টি ঠিক করবে কারা থাকবে না থাকবে। গোটা সিস্টেমটাই বসে রয়েছে পার্টির উপরে।

রোদ্দুরের অন‍্যান‍্য ভিডিওগুলির মতো এটাও ভাইরাল হয়ে গিয়েছে দ্রুত। রোদ্দুরের বলার ধরণ শুনে হেসে গড়াগড়ি খাচ্ছে নেটনাগরিকরা। অনেকে প্রশংসা করেছেন ইউটিউবারের সৎ সাহসের। অনেকে যদিও আপত্তি প্রকাশ করেছেন তাঁর কুরুচিকর ভাষার জন‍্য।

প্রসঙ্গত, মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়কে নিয়ে তীব্র কটুক্তি করে ভিডিও শেয়ার করেছিলেন রোদ্দুর। অশ্লীল গালিগালাজ করেছিলেন অভিষেক বন্দ‍্যোপাধ‍্যায়ের বিরুদ্ধেও। অভিযোগ দায়ের হতেই গত ৭ জুন গোয়া থেকে গ্রেফতার হন রোদ্দুর।

একাধিক মামলা দায়ের হলেও জামিন পেয়ে গিয়েছিলেন ইউটিউবার। জামিনের দিন আদালত থেকে বেরোনোর পর সাংবাদিকদের প্রশ্নে মুখ খোলেন রোদ্দুর রায়। তিনি স্পষ্ট বলেন, “আমি আর্টিস্ট, টেররিস্ট নই।”


Niranjana Nag

সম্পর্কিত খবর