মরেছে ভালোই হয়েছে, রাজুর মৃত্যুকে ‘কর্মফল’ বলে কটাক্ষ করে তীব্র নিন্দার মুখে কমেডিয়ান

বাংলাহান্ট ডেস্ক: বুধবারের সকাল একরাশ মন খারাপের বার্তা বয়ে নিয়ে এসেছিল বলিউড তথা গোটা দেশের জন্য। প্রয়াত প্রখ্যাত কৌতুকশিল্পী রাজু শ্রীবাস্তব (Raju Srivastav)। দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করার পর শেষমেষ হার মানতে বাধ্য হলেন তিনি। যে কৌতুকশিল্পী সবার মুখে হাসি ফুটিয়েছেন, তাঁরই অসময়ে প্রয়াণে চোখে জল সব্বার। এর মধ্যেই প্রয়াত রাজুর বিরুদ্ধে নজিরবিহীন ভাবে বিষ উগরে দেওয়ায় স্ট্যান্ড আপ কমেডিয়ান রোহন যোশীকে (Rohan Joshi) তুলোধনা করলেন নেটনাগরিকরা।

স্ট্যান্ড আপ কমেডিয়ান অতুল খতরি রাজুর প্রয়াণে শোকবার্তা দিয়েছিলেন। লিখেছিলেন, ‘শান্তিতে ঘুমাও রাজুভাই। তুমি অনেকের কাছে অনুপ্রেরণা স্বরূপ ছিলে। যতবারই মঞ্চে উঠেছো আগুন লাগিয়ে দিয়েছো। তোমাকে শুধু দেখেই মানুষের মুখে হাসি ফুটত। তোমাকে সত্যিই খুব মনে পড়বে। ভারতীয় স্ট্যান্ড আপ কমেডিতে একটা বড় ক্ষতি’।

Raju
অতুলের শোকবার্তার উদ্দেশে রীতিমতো বিষ উগরে দিয়েছেন কৌতুকশিল্পী রোহন যোশী। তাঁর দাবি, রাজুর মৃত্যুতে কোনো ক্ষতিই হয়নি। নিজের কর্মফল ভোগ করেছেন তিনি। কারণ রাজু নাকি আধুনিক কৌতুকশিল্পীদের সহ্য করতে পারতেন। যখনি সুযোগ পেয়েছেন প্রত্যেক সংবাদ মাধ্যমের কাছে তাদের বিরুদ্ধে বলেছেন। শুধুমাত্র আধুনিক কৌতুক তিনি বুঝতে পারতেন না তাই।

এখানেই থামেননি রোহন। তাঁর আরো বক্তব্য, রাজু হয়তো কয়েকটা ভাল জোকস বলেছেন। কিন্তু তিনি কৌতুকের কিছুই বুঝতেন না। কারোর বক্তব্য ভাল না লাগলেও যে তার বলার অধিকার আছে সেটা নাকি মানতে চাইতেন না তিনি। রাজু মরেছে ভাল হয়েছে, এমনি বিষ্ফোরক মন্তব্য করেছেন রোহন।

বলা বাহুল্য, তাঁর এই মন্তব্য ভাইরাল হতেই নেটনাগরিকদের ক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে। তড়িঘড়ি মন্তব্যটি ডিলিট করে তিনি সাফাই দেন, রাগের মাথায় বলে ফেলেছিলেন। কিন্তু বুঝতে পেরেছেন যে এটা ব্যক্তিগত অনুভূতি প্রকাশের সময় নয়। কিন্তু ততক্ষণে যা ক্ষতি হওয়ার হয়ে গিয়েছে। মন্তব্যের স্ক্রিনশট ভাইরাল করে রোহনকে রীতিমতো তুলোধনা করছেন রাজু শ্রীবাস্তব ভক্ত এবং নেটিজেনরা।

Niranjana Nag

সম্পর্কিত খবর