কলকাতার বিরুদ্ধে রেকর্ডের বন্যা বইয়ে দেবেন রোহিত শর্মা, এই বিশেষ খেতাবের থেকে মাত্র তিন পা দূরে হিটম্যান

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ আইপিএলের ৩৪ তম ম্যাচ কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই অধিনায়ক রোহিতের কাছে আজ রয়েছে একসঙ্গে অনেকগুলি রেকর্ড গড়ার সুযোগ। একদিকে যেমন আর তিনটি ছয় মারতে পারলেই প্রথম ভারতীয় খেলোয়াড় হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৪০০ ছক্কা মারার রেকর্ড করবেন তিনি তেমনি অন্যদিকে আর মাত্র ১৮ রান করতে পারলেই কেকেআরের বিরুদ্ধে হাজার রান পূর্ণ হবে হিটম্যানের। এক্ষেত্রে জানিয়ে রাখি রোহিতই হবেন প্রথম ব্যাটার, যিনি কোনও আইপিএল দলের বিরুদ্ধে এই কৃতিত্ব অর্জন করবেন।

প্রসঙ্গত উল্লেখ্য, সারা বিশ্বের নিরিখে দেখতে গেলে টি-টোয়েন্টিতে সবথেকে বেশি ছয় মারার রেকর্ড রয়েছে ক্যারিবিয়ান ব্যাটসম্যানদের দখলে। তালিকার প্রথম স্থানে ইউনিভার্স বস ক্রিস গেইল। ইতিমধ্যেই টি-টোয়েন্টি ক্রিকেটে হাজার ছক্কা মারার রেকর্ডও পূরণ করে ফেলেছেন তিনি। মাত্র ৪৪৬ টি টি -টোয়েন্টি খেলে তার সংগ্রহে রয়েছে ১০৪৬ টি ছক্কা। এর পরেই রয়েছেন কিরন পোলার্ড, মাত্র ৫৬১টি টি-টোয়েন্টিতে ৭৫৫ ছক্কা মেরেছেন তিনি।

তবে তিনশোর বেশি ছক্কা মারার রেকর্ড রয়েছে রোহিত সহ মোট চারজন ভারতীয় ব্যাটসম্যানের।এদের মধ্যে চার নম্বরে রয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। ৩৩৮ টি টি -টোয়েন্টি ম্যাচে ৩০৩টি ছক্কা মেরেছেন তিনি। তিন নম্বরে রয়েছেন কোহলি। ৩১১ টি টি -টোয়েন্টি ম্যাচে ৩১৫ টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। তালিকায় দ্বিতীয় স্থান মিস্টার আইপিএল সুরেশ রায়নার। ৩৩১ টি টি -টোয়েন্টিতে তার সংগ্রহে রয়েছে ৩২৪ টি ছক্কা। এই তালিকায় সবার ওপরে অবশ্যই হিটম্যান। মোট ৩৫০ টি টি-টোয়েন্টি খেলে ৩৯৭ টি ছক্কা হাঁকিয়েছেন তিনি।

অন্যদিকে এছাড়াও আজ একাধিক রেকর্ড গড়ার সুযোগ রয়েছে রোহিতের সামনে। আজ আর মাত্র ২০ রান করলেই আইপিএলে ৫৫০০ রান পূর্ণ হবে রোহিতের। এখনও পর্যন্ত এই তালিকায় সর্বোচ্চ স্থানে রয়েছেন বিরাট কোহলি। তার সংগ্রহ ৬০৮১ রান। ৫৬১৯ রান সংগ্রহ করে দ্বিতীয় স্থানে রয়েছেন শিখর ধাওয়ান এবং ৫৪৯৫ রান সংগ্রহ করে তৃতীয় স্থানে রয়েছেন মিস্টার আইপিএল সুরেশ রায়না। অর্থাৎ আজ সুরেশকে পেরিয়ে যাবার সুযোগ থাকছে রোহিতের কাছে। এছাড়াও কেকেআরের বিরুদ্ধে আর মাত্র চারটি চার মারতে পারলেই কোন একটি বিশেষ দলের বিরুদ্ধে একশো বাউন্ডারি মারারও রেকর্ড তৈরি করবেন হিটম্যান। তাই আজ তার সামনে যে একাধিক সুযোগ রয়েছে তা বলাই বাহুল্য।

সম্পর্কিত খবর

X