আজ মরণবাঁচন ম্যাচে বিশাল রেকর্ড গড়ার হাতছানি রোহিতের সামনে

বাংলা হান্ট ডেস্কঃ আজ আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত বনাম ইংল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে নামতে চলেছে দুই দল। আজকের ম্যাচ ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ কারণ পাঁচ ম্যাচের সিরিজে ইতিমধ্যেই 2-1 ফলাফলে পিছিয়ে পড়েছে টিম ইন্ডিয়া। আজকের ম্যাচে হারলেই সিরিজ হাতছাড়া হবে বিরাট বাহিনীর। অপরদিকে আজকের ম্যাচ জিতেই সিরিজ ফয়সালা করতে চাই ইংল্যান্ড।

আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারত ওপেনার রোহিত শর্মার সামনে রয়েছে এক বিরাট রেকর্ড গড়ার হাতছানি। এই টিটোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে বিশ্রামে ছিলেন রোহিত শর্মা। কিন্তু ভারতীয় ওপেনারদের লাগাতার খারাপ পারফরম্যান্সের জেরে তৃতীয় ম্যাচে রোহিতকে ফেরানো হয়। তবে তৃতীয় ম্যাচে খুব একটা বড় ভূমিকা পালন করতে পারেননি তিনি, মাত্র 15 রান করেই প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন রোহিত। তবে আজকের ম্যাচে রোহিতের সামনে বড় হাতছানি।

   

rohit sharma the odi cricket phenomenon 1

এই মুহূর্তে 109 টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলে রোহিত শর্মার রান 2788, বর্তমানে টি-টোয়েন্টি ক্রিকেটে রান সংখ্যার বিচারে রোহিতের স্থান তৃতীয়। তবে আজকের ম্যাচের যদি রোহিত 52 রান করতে পারেন তাহলে নিউজিল্যান্ডের মার্টিন গুপ্টিলকে টপকে এই তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসবেন রোহিত। উল্লেখ্য এই তালিকায় শীর্ষস্থানে রয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। বিরাট করে ফেলেছেন 3078 রান। বিশ্বের একমাত্র ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে তিন হাজার রানের গন্ডি টপেকেছেন বিরাট কোহলি।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর