বাংলা হান্ট নিউজ ডেস্ক: কাল থেকে আরম্ভ হবে ভারত বনাম শ্রীলঙ্কা ওডিআই সিরিজ। তিন ম্যাচের এই ওডিআই সিরিজের প্রথম ম্যাচটি খেলা হবে গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে। তারপর কলকাতার ইডেন গার্ডেন্স এবং ত্রিবেন্দ্রামের সেন্ট জেভিয়ার্স ক্রিকেট গ্রাউন্ডে দ্বিতীয় এবং তৃতীয় ওডিআই ম্যাচটি খেলা হবে। গতকাল অর্থাৎ ৮ ই জানুয়ারি গোটা ভারতীয় ওডিআই স্কোয়াড গুয়াহাটিতে একত্রিত হয়েছে খেলার জন্য।
আগামীকাল সিরিজ আরম্ভ হওয়ার আগে আজ সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন রোহিত শর্মা। সেই সাংবাদিক সম্মেলনে একাধিক বিষয় নিয়ে মন্তব্য করেছেন ভারত অধিনায়ক। বুমরার ফিটনেস সমস্যা থেকে শুরু করে টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের ভবিষ্যৎ, সব বিষয় নিয়েই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল তাকে।
এরই মধ্যে একটি গুরুত্বপূর্ণ ব্যাপারের ওপর আলোকপাত করেছেন রোহিত। হিটম্যান জানিয়েছেন যে শুভমান গিল এবং ঈশান কিষান এর মধ্যে কাকে সঙ্গে নিয়ে আগামীকাল ওপেন করতেন নামবেন তিনি। গিল গত এক বছর ধরে ধারাবাহিকভাবে ওডিআই ফরম্যাটে পারফরম্যান্স করে আসছে। অপরদিকে ঈশান নিজের শেষ ওডিআইতে দ্বিশতরান করেছেন। তাই নিজের ওপেনিং পার্টনার বাছতে গিয়ে ভালই সমস্যার মুখোমুখি হতে হয়েছিল রোহিতকে।
তবে শেষ পর্যন্ত শুভমান গিলকেই আপাতত সিরিজের সুযোগ দেওয়ার কথা জানিয়েছেন রোহিত শর্মা। গিলের প্রসঙ্গে তিনি বলেছেন, “গত একবছর ধরে ও এই ফরম্যাটে যেভাবে ধারাবাহিক পারফরম্যান্স করে আসছে তারপর ওকে বাদ দেওয়া আপাতত সম্ভব নয়। কি সিরিসেও ভালো খেলবে, এমনটাই আশা রয়েছে আমাদের?”
তবে তিনি ঈশান কিষানকে হতাশ না হওয়ার জন্য বলেছেন। তিনি বলেছেন যে এইমুহূর্তে কোনও কিছুই স্থায়ী নয়। প্রত্যেকেই ঘুরিয়ে ফিরিয়ে সুযোগ দেওয়া হবে। তবে ঈশান কিষান দলে না থাকায় একটা বিষয় পরিষ্কার হয়ে গিয়েছে। কাল খুব সম্ভবত লোকেশ রাহুলই খেলতে চলেছেন একজন উইকেটরক্ষক হিসেবে এবং সেই কারণে সম্ভবত সূর্যকুমার যাদবের ভারতীয় দলে জায়গা হবে না। ঈশান কিষান না থাকায় লোকেশ রাহুলকে খেলাতেই হবে। সঙ্গে খুব সম্ভবত দুই স্পিনার অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর এবং অক্ষর প্যাটেলকে নিয়ে মাঠে নামবেন রোহিত।
শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের ওডিআই স্কোয়াড:
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), ঈশান কিষান (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমরান মালিক ও অর্শদীপ সিং