বাঁ-হাতি পেসারদের বিরুদ্ধে ব্যর্থতার চিত্র বদলালো না! সহজেই রোহিত, কোহলিকে ফেরালেন আফ্রিদি

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বৃষ্টি বিঘ্নিত ভারত-পাকিস্তান ম্যাচে বিরাট, রোহিতের ব্যর্থতার চিত্রটা থেকে গেল একই রকম। আগে ছিলেন মহম্মদ আমির। এখন শাহীন আফ্রিদি। বাঁ হাতি পাকিস্তানি পেসাদের একেবারেই সামলাতে পারছি না ভারতের দুই তারকা ব্যাটার। ভারতীয় অধিনায়ক এদিন সেট হয়ে গিয়েছিলেন। কিন্তু বৃষ্টির কারণে মাঝখানে ম্যাচে কিছুক্ষণ বিঘ্ন ঘটায় মনসংযোগ হারিয়ে ফেলেছিলেন। আর সেটাই যথেষ্ট ছিল শাহীন আফ্রিদির জন্য।

শ্রীলঙ্কার ক্যান্ডির পরিবেশ পুরোপুরি সাহায্য করছে ফাস্ট বোলারদের। রোহিত শর্মা বৃষ্টির পর ক্রিজে ফিরতেই তাকে দুবার আউটসইং দিয়ে সেটাপ করে একটি ইনসুইং ডেলিভারি করতেই ব্যাট এবং প্যাডের মাঝখানে ফাঁক খুঁজে পেয়ে গেলেন শাহিন আফ্রিদি। বোল্ড হয়ে মাত্র ১১ রানের ব্যক্তিগত স্কোরে ড্রেসিংরুমে ফেরত গেলেন ভারত অধিনায়ক।

বিরাট কোহলির ক্ষেত্রে গল্পটা ছিল কিছুটা অন্যরকম। নাসিম শাহ-এর প্রথম ওভারে একটি শরীরের থেকে অত্যন্ত দূরে থাকা বলে কভার ড্রাইভ মেরে ৪ রান কুড়িয়েছিলেন তিনি। কিন্তু শাহীন আফ্রিদি ফিরতেই শরীরের অত্যন্ত কাছে থাকা ডেলিভারিতে লেট কাট খেলতে গিয়েই বল ব্যাটের কানা ছুঁয়ে উইকেটে এসে লাগে। ৭ ওভারের আগেই দুই তারকাকে খুঁইয়ে ফেলে ভারতীয় ব্যাটিং অর্ডার।

ঈশান কিশাণকে নিয়ে আজ অনেকের মনেই প্রশ্ন ছিল। তিনি ছন্দে থাকায় তাকে বাদ দেওয়ার দুঃসাহস দেখাতে পারেনি ভারতীয় টিম ম্যানেজমেন্ট। কিন্তু তিনি মিডল অর্ডারে ব্যাট করবেন। কারণ বিরাট কোহলি ফিরে যাওয়ার পরেও তাকে পাঠানো হয়নি। কোনরকমে ক্রিজে টিকে থাকা শুভমান গিলকে সঙ্গ দিতে চার নম্বরে মাঠে এসেছেন শ্রেয়স আইয়ার।

আরও পড়ুন: চাঁদের মাটিতে টসে জিতলে প্রথম ব্যাটিং করবেন, নাকি বোলিং? জানিয়ে দিলেন প্রাক্তন ভারতীয় ওপেনার

পিচ এবং পরিবেশ যে রকম রয়েছে তাতে একজন ফাস্ট বোলার বাড়তি সুবিধা পাবেন এমনটাই মনে করা হচ্ছে। কিন্তু ভারতীয় দল আজ একজন জেনুইন পেসার কম নিয়ে মাঠে নেমেছে। পাকিস্তান যখন রান তারা করতে নামবে তখন মোহাম্মদ শামি থাকলে তাদেরকে বেশি বেকায়দায় ফেলা যেতো বলে মনে করছেন অনেকেই। কিন্তু তাকে বাদ দিয়ে আজ সারদুল ঠাকুরকে দলে নিয়ে মাঠে নেমেছেন রোহিত

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর