পঞ্চম ভারতীয় হিসেবে এই বড় কাজ করলেন রোহিত! হিটম্যানের ব্যাটই অক্সিজেন দিলো ভারতকে

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ চলতি বিশ্বকাপের (2023 ODI World Cup) মরণ বাঁচন ম্যাচে ভারতের বিরুদ্ধে (India vs England) মাঠে নেমেছিল ইংল্যান্ড। রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীন ভারতীয় দলকে (Indian Cricket Team) কোনদিনও যা করতে হয়নি আজ সেটাই করতে হয়েছে। ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ভারতকে প্রত্যেকটা ম্যাচে প্রথমে বোলিং করে জিততে দেখা গিয়েছিল। কিন্তু আজ জস বাটলার টসে জিতে প্রথমে রোহিত শর্মাদের ব্যাটিং করতে পাঠান এবং পরিস্থিতি বদলে যায়।

ভারতের শুরুটা একেবারেই ভালো হয়নি। শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার প্রত্যেকেই আজকে হতাশ করেন। উল্টো দিক দিয়ে একা লড়ে যাচ্ছিলেন রোহিত শর্মা। ভারত শুরুর দিকে পর পর উইকেট হারানোয় নিজের ব্যাটিং ভঙ্গি বদল করতে বাধ্য হয়েছিলেন হিটম্যান। আগ্রাসী ব্যাটিংয়ের বদলে তিনি বেশিরভাগ ক্ষেত্রে আজ লুজ বল বেছে নিচ্ছিলেন বাউন্ডারিতে পাঠানোর জন্য।

শেষপর্যন্ত চলতি বিশ্বকাপে নিজের দ্বিতীয় শতরানের অত্যন্ত কাছাকাছি পৌঁছেও সেটি হাতছাড়া করেন রোহিত। অযথা ঝুঁকি নিতে গিয়ে ব্যক্তিগত ৮৭ রানের মাথায় তিনি আদিল রশিদের শিকার হন মিড উইকেটে ক্যাচ দিয়ে। ১০১ বলে তিনি দশটি চার এবং তিনটি ছক্কা সহ ওই রান করেন।

rohit 87

অধিনায়ক রোহিতের এটি ছিল শততম ম্যাচ যেখানে তিনি ভারতীয় দলকে নেতৃত্বদান করছেন। আজ ভারত কিছুটা চাপে রয়েছে। তবে চরম বিপদ থেকে ভারতকে রক্ষা করে গিয়েছেন রোহিত। তবে তাকে আরেকটু দায়িত্বজ্ঞানের পরিচয় দিতে হতো ওই সময়টা। অযথা আক্রমণ করার প্রয়োজন ছিল না কারণ তার সাথে ব্যাটিং করছিলেন সূর্যকুমার যাদব এবং তখনও ক্রিজে নামা বাকি ছিল রবীন্দ্র জাদেজার।

আরও পড়ুন: ডাচদের কাছে হেরে মন খারাপ, কিন্তু নতুন সমীকরণে আশার আলো! নেচে উঠলো বাংলাদেশ সমর্থকদের মন

আজ শতরান করতে না পারলে পঞ্চম ভারতীয় ক্রিকেটের হিসেবে ১৮০০০ আন্তর্জাতিক রানের গণ্ডির হয়েছেন রোহিত। অধিনায়ক হিসেবে নিজের শততম ম্যাচে নেতৃত্ব দিতে নেমে এই মাইলফলক ছুঁয়েছেন হিটম্যান। এক নজরে তালিকাটা দেখে নেওয়া যাক….

আরও পড়ুন: সচিনের শতরানের রেকর্ড ছুঁতে পারলেন না, কিন্তু শূন্যের দিক দিয়ে ক্রিকেট ঈশ্বরকে ধরে ফেললেন কোহলি

ভারতীয় ক্রিকেটের ইতিহাসে ১৮০০০ আন্তর্জাতিক রানের গণ্ডি অতিক্রম করা ক্রিকেটারদের তালিকা:

১. সচিন টেন্ডুলকার (৩৪,৩৫৭)
২. বিরাট কোহলি (২৬,১২১*)
৩. রাহুল দ্রাবিড় (২৪,২০৮)
৪. সৌরভ গঙ্গোপাধ্যায় (১৮,৫৭৫)
৫. রোহিত শর্মা (১৮,০৪০*)

 

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর