ডাচদের কাছে হেরে মন খারাপ, কিন্তু নতুন সমীকরণে আশার আলো! নেচে উঠলো বাংলাদেশ সমর্থকদের মন

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বিশ্বকাপে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দলের (Bangladesh Cricket Team)। বিশ্বকাপ আরম্ভ হওয়ার আগে তারা হুঙ্কার ছেড়েছিল বটে যে তারা বিশ্বকাপের (2023 ODI World Cup) সেমিফাইনাল খেলবে। কিন্তু কালকের বিশ্রী হারের পর সেই সুযোগ একেবারেই শেষ হয়ে গেল। কলকাতার (Kolkata) ইডেন গার্ডেন্স (Eden Gardens) স্টেডিয়ামে খাতায় কলমে দুর্বল নেদারল্যান্ডসের (Bangladesh vs Netherlands) বিরুদ্ধে মাঠে নেমেছিল বাংলাদেশ। বিপাকে পড়েও অধিনায়ক স্কট এডওয়ার্ডসের ব্যাটে ভর করে বাংলাদেশকে জয়ের জন্য ২৩০ সালের লক্ষ্যমাত্রা দেয় ডাচরা। এরপর পল ভ্যান ম্যাকরিনদের (Paul Van Meekeren) দাপুটে বোলিংয়ে ১৪২ রানে অলআউট করে দেয় নেদারল্যান্ডস।

চলতি বিশ্বকাপেই দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল নেদারল্যান্ডস। কিন্তু কালকের জয়টাই নেদারল্যান্ডসের ক্রিকেটের ইতিহাসে ওডিআই বিশ্বকাপে তাদের সবচেয়ে বড় জয়। নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩০৯ রানের ব্যবধানে হেরেছিল তারা। অথচ কাল সম্পূর্ণ ভিন্ন রূপের নেদারল্যান্ডসকে দেখতে পেল ক্রিকেট ভক্তরা। ৮৭ রানের ব্যবধানে বাংলাদেশকে হারিয়েছিল তারা।

ned vs bng

গতকাল ব্যাটিং করতে নামা ডাচরা এক সময় ৬৩ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে ফেলেছিল। কিন্তু সেখান থেকে প্রতিরোধ গড়ে তোলেন অধিনায়ক স্কট এডওয়ার্ডস। ৮৯ বলে ৬৮ রানের একটি অসাধারণ ইনিংস খেলেন ডাচ নেতা। শেষদিকে এঙ্গেলব্রেখট (৩৫) এবং লোগান ভ্যান বিক (২৩) অসাধারণ ব্যাটিং করে পুরো ৫০ ওভার অবধি ডাচ ইনিংসকে টেনে বাংলাদেশের সামনে জয়ের জন্য ২৩০ রানের লক্ষ্য রাখতে সমর্থ হয়।

আরও পড়ুন: বিশ্বকাপে চমক! অসাধারণ ফর্মে থাকলেও ওয়ার্নারের কাছে এই সম্মান হাতছাড়া করলেন কোহলি

আর তারপর বল হাতে মাঠে নেমে আগুন ছুটিয়ে দেন পল ভ্যান ম্যাকরিনরা। মেহেদী মিরাজ (৩৫) ছাড়া আর কেউ টপ অর্ডারে দাঁড়াতেই পারেননি। অধিনায়ক সাকিব আল হাসান, অভিজ্ঞ মুশফিকুর রহিম, তারকা লিটন দাস প্রত্যেকেই ব্যর্থ। ডাচ বোলার পল ভ্যান ম্যাকরিন (৪/২৩), তাকে যোগ্য সঙ্গ দেন ব্যস দে লিড (২/২৫)। আজকের পর আর খাতায়-কলমেও বাংলাদেশের কোনও আশা থাকলো না সেমিফাইনালে পৌঁছানোর।

আরও পড়ুন: এই একটা কাজ করলে বিশ্বকাপ উঠবে রোহিতের ভারতীয় দলের হাতেই! পরামর্শ ধোনির

তবে একটা ব্যাপার শুনে আশার আলো দেখতে পারে বাংলাদেশ সমর্থকরা। তারা চলতি বিশ্বকাপে টানা পাঁচটি ম্যাচে হারলেও তারা কিন্তু পয়েন্টস টেবিলের তলানিতে নেই। সেই জায়গা আপাতত ইংল্যান্ডের দখলে। আর ইংল্যান্ডকে এখনো ভারত বা অস্ট্রেলিয়ার মতো কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে মাঠে নামতে হবে। বাংলাদেশ যদি নিজেদের বাকি ম্যাচগুলো মরিয়া হয়ে ক্রিকেট খেলে জিততে পারে তাহলে হয়তো লাস্টবয় হওয়ার অসম্মান এড়িয়েই দেশে ফিরতে পারবে তারা।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর