আর মাত্র কয়েকটা রান! WTC ফাইনালেই সচিন ও সেওবাগকে ছুঁয়ে ফেলবেন রোহিত?

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে আজ ভারতীয় দল (Team India) বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (WTC Final) খেলতে নামছে। দীর্ঘ ২০ বছর পরে অজিদের বিরুদ্ধে কোনও আইসিসি টুর্নামেন্টের ফাইনাল খেলতে মাঠে নামছে তারা। ইংল্যান্ডের ওভালে লড়াই একেবারেই সহজ হবে না। কিন্তু ভারত যে একেবারে অসহায় এমনটাও নয়।

ভাগ্য কিছুটা সঙ্গ দিলে ইংল্যান্ডের পরিবেশে ভারতীয় বোলিং অস্ট্রেলিয়া কেউ বিপাকে ফেলার ক্ষমতা রাখে। কিন্তু ভারতীয় ব্যাটিং অস্ট্রেলিয়ার এই পেস আক্রমণের দাপট সামলাতে পারবে কিনা সেই নিয়ে প্রশ্ন থেকেই যায়। রোহিত শর্মা যদি সামনে থেকে নেতৃত্ব দিয়ে শুরুতেই একটা ভালো ইনিংস খেলেন তাহলে হয়তো ভারতের কাজ অনেকটাই সহজ হয়ে যাবে।

রোহিত শর্মা নিজে এদিন একটি বিশেষ মাইল ফলকের সামনে দাঁড়িয়ে রয়েছেন। তার সামনে সুযোগ রয়েছে সচিন টেন্ডুলকার ও বীরেন্দ্র সেওবাগের ক্লাবে যোগ দেওয়ার। আমরা সকলেই জানি রোহিতের কেরিয়ারটা আরম্ভ হয়েছিল একজন মিডল অর্ডার ব্যাটার হিসেবে। কিন্তু পরবর্তীকালে ধোনির নেতৃত্বে তিনি ধীরে ধীরে ওপেনার হয়ে ওঠেন ভারতীয় দলের।

Bcci rohit

প্রাথমিকভাবে শুধু ওডিআই ফরম্যাটে ওপেনিং করলেও ধীরে ধীরে রোহিত শর্মা টেস্ট ফরম্যাটেও একজন ওপেনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। আর এই ওপেনার হিসেবেই একটি বড় রেকর্ডের মুখোমুখি দাঁড়িয়ে তিনি। এই রেকর্ডটি ঘুরতে গেলে তাকে ২ ইনিংস মিলে মোট ২৭ রান করতে হবে।

আজ পর্যন্ত বিভিন্ন ফরমেটে ওপেন করা ভারতীয় ওপেনারদের মধ্যে শুধুমাত্র সচিন টেন্ডুলকার (১৫,৩৩৫) এবং বীরেন্দ্র সেওবাগই (১৫,৭৫৮) এমন রয়েছেন যারা ওপেন করে ১৩,০০০ বেশি রান করেছেন। শুধুমাত্র একজন ওপেনার হিসেবে রোহিতের আন্তর্জাতিক রান সংখ্যা ১২,৯৭৩। এই ম্যাচে একটি ভদ্রস্থ ইনিংস খেললেই সচিন ও সেওবাগকে ছুঁয়ে ফেলবেন তিনি।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর