ক্যাচ ফেললেন এই তারকা ক্রিকেটার, রাগের মাথায় বড় কান্ড করে বসলেন অধিনায়ক রোহিত শর্মা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারত জয় পেয়ে সিরিজ পকেটে পুরে ফেলেছে। কিন্তু এই ম্যাচে ভারতের ফিল্ডিং একেবারেই হতাশাজনক ছিল। ভারত অনেক গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে ক্যাচ ফেলেছে। ইনিংসের ১৬ তম ওভারে ভারতের হয়ে কাল দুর্দান্ত বোলিং করা ভুবনেশ্বর কুমার ক্যাচ ছেড়ে দিলেও একই অবস্থা দেখা যায়। এর পর রোহিত শর্মা রাগে মাটিতে থাকা বলটিকে লাথি মারেন।

কাল ওয়েস্ট ইন্ডিজ দলকে জেতার জন্য ১৮৭ রানের টার্গেট দিয়েছিল ভারত। তাদের ইনিংসের ১৬তম ওভারে নিজের বলেই ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান রভম্যান পাওয়েলের ক্যাচ ছেড়ে দেন ভারতীয় দলের তারকা বোলার ভুবনেশ্বর কুমার। বল খুব উঁচুতে উঠেছিল, কিন্তু ক্যাচটা খুব কঠিন না হলেও ভুবি ঠিকমতো ধরতে পারেননি। ক্যাচ পড়ার পর অধিনায়ক রোহিত শর্মাকে খুব রাগান্বিত দেখাচ্ছিল এবং তার হতাশা তার মুখে স্পষ্ট দেখা যাচ্ছিল। এরপর তিনি বলটি কিক করেন, যার ফলে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা এক রান পূর্ণ করতে পারেন।

ভুবনেশ্বর কুমার যখন রভম্যানের ক্যাচ ছাড়েন। সে সময় ধীরে ধীরে জয়ের দিকে এগোচ্ছিল ওয়েস্ট ইন্ডিজ দল। রভম্যান ম্যাচে ৬৮ রান করে ক্যারিবিয়ান দলকে জয়ের দোরগোড়ায় নিয়ে যান। তাকে যোগ্য সঙ্গত দেওয়া নিকোলাস পুরান করেন ৬২ রান। কিন্তু ক্যাচ ফেললেও ডেথ ওভারে ভুবনেশ্বর কুমার ডেথ ওভারে অসাধারণ বোলিং করেন, যার কারণে ভারত জিতেছিল।

হাড্ডাহাড্ডি ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজকে ৮ রানে হারিয়ে সিরিজে ২-০ ফলে লিড নিয়েছে। ভারতের দিক থেকে তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি এবং রিশভ পন্ত-এর দুর্দান্ত হাফ সেঞ্চুরির কারণে এত বড় স্কোর করেছে ভারত। সেই সঙ্গে শেষ পর্যন্ত ঝড়ো ইনিংস খেলে সবার মন জয় করেন ভেঙ্কটেশ আইয়ার।

Reetabrata Deb

সম্পর্কিত খবর