বাংলা হান্ট নিউজ ডেস্ক: একদিনের সিরিজের পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজও এক ম্যাচ বাকি থাকতেই জিতে নিয়েছে ভারতীয় দল। কলকাতায় অনুষ্ঠিত দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে ভারতীয় দল ৮ রানের দুর্দান্ত জয় পেয়েছে। এটি রোহিত শর্মার অধিনায়কত্বে ভারতের টানা দ্বিতীয় টি টোয়েন্টি সিরিজ জয়। একই সঙ্গে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ জিতে ভারতীয় দল টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে তাদের শততম ম্যাচ জিতেছে। কিন্তু পুরোপুরি সন্তুষ্ট নন অধিনায়ক রোহিত শর্মা। ম্যাচ জেতার পর অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন দলের একটি বড় দুর্বলতা সম্পর্কে।
ম্যাচের পর অধিনায়ক রোহিত শর্মা রিশভ পন্থ এবং ভেঙ্কটেশ আইয়ারের প্রশংসা করেন। একই সঙ্গে তিনি ফর্মে ফেরা ভুবনেশ্বর কুমার সম্পর্কে বলেছিলেন, “ভুবি ম্যাচে তার অভিজ্ঞতা ব্যবহার করেছে এবং ও ইয়র্কার এবং বাউন্সারের ভালো ব্যবহার করছেন। তার প্রতিভার প্রতি আমাদের আস্থা আছে।” একই সঙ্গে বিরাট কোহলিকে নিয়ে চমকপ্রদ বক্তব্যও দিয়েছেন রোহিত শর্মা। তিনি বলেছেন কালকের ইনিংস বিরাটের দিক থেকে একটি গুরুত্বপূর্ণ ইনিংস ছিল।
ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা পন্থ এবং আইয়ার সম্পর্কে বলেছেন যে তারা দুর্দান্তভাবে খেলা শেষ করেছে। আইয়ার যেভাবে তার খেলার উন্নতি করেছে তা দেখে রোহিত খুশি। এমন পারফরম্যান্স প্রত্যেক অধিনায়কই চায়। বলেছেন যে ভারতীয় দলে তার মতন একজন ক্রিকেটার দরকার ছিল। তবে ফিল্ডিং নিয়ে সন্তুষ্ট নন রোহিত। বলেছেন, ” ফিল্ডিংয়ে আমরা কিছুটা শিথিল ছিলাম। এটা কিছুটা হতাশাজনক, আমরা যদি সব ক্যাচগুলো ধরতাম, তাহলে খেলাটা অন্যরকম হতে পারত। ফিল্ডিংয়ের ক্ষেত্রে আমদের মাঠে কিছুটা ঢিলেঢালা দেখাচ্ছিল।”
ওয়েস্ট ইন্ডিজ দল সম্পর্কে রোহিত শর্মা বলেন, “এই প্রতিপক্ষের বিরুদ্ধে এই ফরম্যাটে খেলার সময় একটা ভয় থাকে, আমরা জানতাম একটু কঠিন হবে, তবে আমরা ভালোভাবে প্রস্তুত ছিলাম, চাপের মধ্যে আমরা আমাদের পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়ন করেছি। ফিল্ডিংয়ে ভারতীয় দল আরও ভালো করতে পারত।”