টিম ইন্ডিয়ায় কোন প্লেয়ারের সাথে লড়াই করেছেন রোহিত? রাখঢাক না রেখেই জানালেন আকাশ চোপড়া

বাংলা হান্ট ডেস্ক: ভারত ও বাংলাদেশের মধ্যে দুই ম্যাচের টেস্ট সিরিজের শেষ ম্যাচটি আগামী ২৭ সেপ্টেম্বর থেকে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে সম্পন্ন হবে। যার জন্য দুই দলই প্রস্তুতি নিয়েছে। এদিকে, এই টেস্ট সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশকে ২৮০ রানের বিরাট ব্যবধানে হারিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী রয়েছে ভারতীয় দল (India National Cricket Team)। যার পরিপ্রেক্ষিতে এই সিরিজে টিম ইন্ডিয়া ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে।

এগিয়ে রয়েছে ভারত (India National Cricket Team):

এদিকে, প্রথম টেস্ট ম্যাচে ভারতের হয়ে অসাধারণ পারফর্ম করেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। প্রথম ইনিংসে দুর্ধর্ষ সেঞ্চুরির পাশাপাশি তিনি দ্বিতীয় ইনিংসে ৬ টি উইকেট নিতে সক্ষম হন। তবে, ঠিক এই আবহেই ভারতীয় দলের (India National Cricket Team) অধিনায়ক রোহিত শর্মার বিষয়ে বড়সড় তথ্য সামনে আনলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া।

   

 Rohit Sharma has fought with which player in India National Cricket Team.

রোহিত শর্মার প্রসঙ্গে আকাশ চোপড়ার বড় প্রতিক্রিয়া: জানিয়ে রাখি যে, রোহিত শর্মা তাঁর দুর্দান্ত অধিনায়কত্বের পাশাপাশি “চিল মুড”-এর জন্য অত্যন্ত জনপ্রিয়। ভারতীয় অধিনায়ককে প্রায়শই ক্রিকেট মাঠে মজার কিছু করতে দেখা যায়। তবে রোহিত শর্মাকে মাঝেমধ্যেই দলের (India National Cricket Team) খেলোয়াড়দের ওপর রেগে যেতেও দেখা গেছে।

আরও পড়ুন: ১০ বছর পূর্ণ করল “মেক ইন ইন্ডিয়া” কর্মসূচি! “বিকশিত ভারত” গড়ার লক্ষ্যে বড় প্রতিক্রিয়া প্রধানমন্ত্রীর

এমতাবস্থায়, রোহিত শর্মার লড়াইয়ের “রহস্য” ফাঁস করে বড় প্রতিক্রিয়া দিলেন ভারতীয় দলের (India National Cricket Team) প্রাক্তন ব্যাটার আকাশ চোপড়া। না, তিনি নেতিবাচক কিছু বলেননি। বরং, আকাশ চোপড়া জানান যে তিনি রোহিত শর্মা সম্পর্কে কারও কাছ থেকে শোনেননি যে রোহিত ভালো মানুষ নন।

আরও পড়ুন: অবশেষে অপেক্ষার অবসান! কবে হবে IPL 2025-এর মেগা নিলাম? সামনে এল দিনক্ষণ

আকাশ চোপড়া বলেন, “আমি এখনও পর্যন্ত এমন কাউকে দেখিনি। যদিও, এটা আমি সবার জন্য বলতে পারি না। তবে, রোহিতের জন্য আমি এমন কাউকে দেখিনি যে বলেছে যে রোহিত ভালো নয়। এমন কাউকে তো থাকতে হবে যার সাথে তাঁর ঝগড়া হবে, যে তাঁকে পছন্দ করে না। তবে আমি এখনও কাউকে দেখিনি।” আকাশ চোপড়া আরও বলেন, “মজার ব্যাপার হল রোহিত আমার বন্ধু না, কিন্তু আমি তাঁকে বন্ধু বলবও না। রোহিত আমার পরিচিত। আমরা যখন দেখা করি, আমরা সুন্দরভাবে কথা বলি।” এর পাশাপাশি, তিনি রোহিত শর্মাকে “২৪ ক্যারেটের গোল্ড” হিসেবেও অভিহিত করেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর