জিতেও সন্তুষ্ট নন রোহিত শর্মা, ম্যাচের পর এই দুই প্লেয়ারের উপর উগরে দিলেন ক্ষোভ

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্ক: জয় দিয়ে নিজের পূর্ণমাত্রার একদিনের ক্রিকেটের অধিনায়কত্বের যাত্রা শুরু ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওডিআইতে ৬ উইকেটে বড় জয় পেয়েছে ভারত। তারপরেও তার দলের খেলোয়াড়দের বিশেষ করে ব্যাটারদের আরও ভালো পারফরম্যান্স করার বার্তা দিয়েছেন হিটম্যান। হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সেরে ওঠার পরে ফিরে আসা রোহিত গতকাল ৫১ বলে ৬০ রান করেছিলেন।

ম্যাচের পর রোহিত বলেন, “দল হিসেবে আমরা আরও ভালো খেলতে চাই। দল হিসাবে সাফল্য অর্জনই আমাদের চূড়ান্ত লক্ষ্য। দলের জন্য যদি আমাদের আলাদা কিছু করতে হয়, তাহলে আমাদের সেটা করতে হবে। তবে এটা ভাববেন না যে আমাদের অনেক পরিবর্তন করতে হবে। আমি খেলোয়াড়দের বলছি নিজেদের চ্যালেঞ্জ করতে এবং নতুন কিছু করার চেষ্টা করতে।”

রোহিত বলেন, “আমি নিখুঁত খেলে জয় পাওয়ায় বিশ্বাস করি না। আপনি পুরোপুরি নিখুঁত হতে পারবেন না। কিন্তু সবাই ভালো খেলেছে। আমরা সব বিভাগেই ভালো পারফর্ম করেছি। এতে আমি খুবই খুশি।” ভারত আলাদা কি করতে পারত জানতে চাইলে ৩৪ বছর বয়সী অধিনায়ক বলেন, “ব্যাটিং করার সময় আমাদের লক্ষ্য তাড়া করতে গিয়ে এত বেশি উইকেট হারানো উচিত হয়নি।” নাম না করলেও তিনি যে বিরাট এবং পন্থের উইকেট ছুড়ে আসার জন্য সন্তুষ্ট নন, তা এই কথা থেকে ভালোই বোঝা গিয়েছে।

ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক কায়রন পোলার্ড অবশ্য টসের হারের জন্য ভাগ্যকেও দায়ী করেছেন কিছুটা। সেই সঙ্গে বলেছেন, “আরও বেশি রান করলে ম্যাচটা প্রতিযোগিতামূলক হতে পারত। পুরো ৫০ ওভার ব্যাট করতে না পারাটা আমাদের জন্য বড় ধাক্কা। এটা ঠিক করতে হবে। ভারতের ব্যাটিংয়ের সময় শিশির পড়ছে। ব্যাটে বল আসছিল সাবলীলভাবে যা আমাদের সময় হয়নি। কিন্তু এটা ক্রিকেটের অঙ্গ, আমরা এটা পরিবর্তন করতে পারি না।”

X