দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে হার! অধিনায়ক হিসেবে লজ্জার রেকর্ড গড়লেন রোহিত

বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় দলকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে ৮ উইকেটের লজ্জাজনক পরাজয়ের মুখোমুখি হতে হয়েছে। ভারত জয়ের জন্য নিউজিল্যান্ডকে ১০৭ রানের টার্গেট দেয়। যা সহজেই তাড়া করে ফেলে কিউইরা। ওই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। যা ভুল প্রমাণিত হয়। প্রথম ইনিংসে মাত্র ৪৬ রানে অলআউট হয়ে যায় ভারতীয় দল। সেখান থেকেই ম্যাচে পিছিয়ে পড়ে টিম ইন্ডিয়া।

লজ্জার রেকর্ড গড়লেন রোহিত শর্মা (Rohit Sharma):

প্রথম ইনিংসে সেঞ্চুরি করেন রচিন রবীন্দ্র: এরপর প্রথম ইনিংসে মোট ৪০২ রান করে নিউজিল্যান্ড। কিউই দলের হয়ে দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করেন রচিন রবীন্দ্র। সেঞ্চুরি করেন তিনি। পাশাপাশি, ডেভন কনওয়ে এবং টিম সাউদি হাফ-সেঞ্চুরি করেন। তাঁদের সম্মিলিত রানের ওপর ভর করে নিউজিল্যান্ড দল ভালো অবস্থানে পৌঁছে যায়। প্রথম ইনিংসে ভারতের হয়ে ৩ টি করে উইকেট নেন কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজা।

দ্বিতীয় ইনিংসে প্রত্যাবর্তনের চেষ্টা করে ভারতীয় দল: জানিয়ে রাখি যে, প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ম্যাচে ফিরে আসার চেষ্টা করেছিল ভারতীয় দল। টপ অর্ডারের সব ব্যাটারই ছন্দে ছিলেন। দলকে দারুণ শুরু এনে দেন যশস্বী জয়সওয়াল ও রোহিত শর্মা (Rohit Sharma)। দু’জনেই প্রথম উইকেটে ৭২ রানের জুটি গড়েন। কোহলি করেন ৭০ রান। এদিকে, সরফরাজ খান শক্তিশালী সেঞ্চুরি করেন এবং ১৫০ রানের ইনিংস খেলেন। তিনি ছাড়াও ঋষভ পন্থ জোরালো ব্যাটিং করেছেন। তাঁর ব্যাট থেকে এসেছে ৯৯ রান। তবে, কেএল রাহুল আবারও ফ্লপ হয়েছেন।  দ্বিতীয় ইনিংসে ৪৬২ রান করে ভারতীয় দল। এইভাবে টিম ইন্ডিয়া নিউজিল্যান্ডকে ১০৭ রানের টার্গেট দেয়। যা সহজেই তাড়া করে ফেলে কিউইরা।

Rohit Sharma made a shameful record as a captain.

লজ্জাজনক রেকর্ডে যুক্ত হল রোহিত শর্মার নাম: জানিয়ে রাখি যে, ভারতের মাটিতে টেস্টে এটি নিউজিল্যান্ডের তৃতীয় জয়। এই টেস্টের আগে ৩৬ বছর পূর্বে অর্থাৎ ১৯৮৮ সালে ভারতের মাটিতে একটি টেস্ট ম্যাচ জিতেছিল নিউজিল্যান্ড। এরপর এখন জয় পেয়েছে তারা। এমতাবস্থায়, এই ম্যাচ হেরে যাওয়ার সাথে সাথেই রোহিতের (Rohit Sharma) নাম অন্তর্ভুক্ত হয়েছে একটি লজ্জাজনক রেকর্ডে।

আরও পড়ুন: ভারত-পাকিস্তান ম্যাচে টানটান উত্তেজনা! পাকিস্তানি বোলারকে যোগ্য জবাব অভিষেক শর্মার, ভাইরাল ভিডিও

তিনি তৃতীয় ভারতীয় অধিনায়ক যাঁর নেতৃত্বে ভারত ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ হেরেছে। এর আগে দিলীপ বেঙ্গসরকার ও মনসুর আলি খান পতৌদির নেতৃত্বাধীন ভারতীয় দল দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ হেরেছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, নিউজিল্যান্ড দল ভারতের মাটিতে ৩৮ টি টেস্ট ম্যাচ খেলেছে। যার মধ্যে তারা ৩ টি জিতেছে এবং ১৭ টি টেস্টে হেরেছে। অপরদিকে ড্র হয়েছে ১৭ টি টেস্ট ম্যাচ।

আরও পড়ুন: শেখ হাসিনার বিষয়ে ভারতের উদ্দেশ্যে এবার চোখ রাঙাচ্ছে বাংলাদেশ, কি জানাচ্ছে অন্তর্বর্তী সরকার?

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে টেস্ট ম্যাচে ভারতের পরাজয়:
১. ১৯৬৯ সালে নাগপুর টেস্টে ১৬৭ রানে হেরেছিল ভারত
২. ১৯৮৮ সালে মুম্বাই টেস্টে ১৩৬  রানে হেরেছিল ভারত
৩. ২০২৪ সালে বেঙ্গালুরু টেস্টে ৮ উইকেটে পরাজয় ভারতের।

ad

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর