বাংলা হান্ট নিউজ ডেস্ক: অধিনায়ক রোহিত শর্মা পূর্ণদৈর্ঘ্যের ওয়ান ডে অধিনায়ক হিসেবে সবে নিজের দ্বিতীয় ম্যাচে নেমেছেন আজ। তার মধ্যেই অধিনায়ক হিসেবে বড় চমক দিলেন রোহিত শর্মা। লোকেশ রাহুল দলে ফেরার পর সকলে ভেবেছিলেন তিনিই ওপেন করবেন ভারতীয় দলের হয়ে। কারণ মিডল অর্ডারে দীপক হুডা-কে রেখে দেওয়া হয়েছে। কিন্তু সকলকে আশ্চর্য করে দিয়ে রিশভ পন্থকে নিয়ে ওপেন করতে নামেন রোহিত।
আজ টসে জয় পায়নি ভারত। টসে জিতে গত ম্যাচে শিশিরের প্রভাবের কথা মাথায় রেখে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে ক্যারিবিয়ানরা। পোলার্ডের বদলে আজ নিকোলাস পুরান ওয়েস্ট ইন্ডিজের অধিনায়কত্ব করছেন। তিনি জানান যে গত ম্যাচে তাদের যে সমস্যায় পড়তে হয়েছিল তা এই ম্যাচে তারা ভোগ করতে চাননা বলে এই সিদ্ধান্ত নিয়েছেন।
ভারতীয় দলে একটিই পরিবর্তন ছিল। ঈশান কিষানের বদলে দলে ফিরেছেন লোকেশ রাহুল। স্বাভাবিকভাবেই তিনি ওপেন করবেন বলে সকলে ধরে রেখেছিলেন। রোহিত শর্মা টসের পরে জানিয়েছিলেন প্রথম ব্যাট করে বড় রান তোলা এই উইকেটে কঠিন চ্যালেঞ্জ। তখন হয়তো কেউই ভাবেননি তিনি পন্থকে নিয়ে ওপেন করতে নামবেন।
প্রতিবেদনটি লেখার সময় ৮ ওভার অতিক্রম হয়েছে। সেই সাত ওভারে অবশ্য পন্থকে তাই স্বাভাবিক খেলার ধারে কাছে দেখা যায়নি। আলঝারি জোসেফ এবং কিমার রোচের সামনে তাকে কিছুটা অসহায়ই দেখিয়েছে। বিশেষ করে কিমার রোচের বলে রোহিত শর্মা আউট হওয়ার পর তাকে অতিরিক্ত সতর্ক দেখিয়েছে। ৮ ওভারের পর ভারতের স্কোর এক উইকেট হারিয়ে। পন্থ ২৩ বল খেলে ৮ রান করে নট-আউট রয়েছেন।