বাংলা হান্ট নিউজ ডেস্ক: আগামীকাল থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নামবে ভারতীয় দল। টি টোয়েন্টি সিরিজ জেতার পরে টেস্ট সিরিজ জয়ের ব্যাপারেও আত্মবিশ্বাসী তারা। রোহিত শর্মার টেস্ট অধিনায়ক হওয়ার পর এটাই হবে ভারতের প্রথম ম্যাচ। কিন্তু এই ম্যাচের আগে রোহিতের সামনে সবচেয়ে বড় প্রশ্ন হল প্রথম টেস্টে কোন খেলোয়াড় তার সাথে ওপেন করতে নামবেন। এই ভূমিকার জন্য রোহিতের দলে শুভমান গিল এবং ময়ঙ্ক আগরওয়ালের মধ্যে কঠিন প্রতিদ্বন্দ্বিতা আছে। কিন্তু গতকাল টেস্ট সিরিজ শুরুর আগে এই প্রশ্নের চমকপ্রদ উত্তর দিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা।
রোহিত শর্মার সঙ্গে নামার জন্য নিয়মিত ওপেনার হিসাবে পরিচিত লোকের রাহুল চোটের জন্য আগেই শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে গেছেন। রাহুল দলে থাকলে তাঁর ওপেনিংয়ে নিশ্চিত ছিল, কিন্তু এখন তাঁর জায়গায় এই দায়িত্ব পূরণ করার জন্য মায়াঙ্ক আগরওয়াল এবং শুভমান গিলের মধ্যে একজনকে রোহিত শর্মা বেছে নেবেন। প্রথম টেস্টের ঠিক আগে একটি প্রেস কনফারেন্স করেছিলেন নতুন ভারতীয় অধিনায়ক। যেখানে তিনি ওপেন করবেন কে সেই সম্পর্কে কথা বলেছিলেন।
সংবাদ সম্মেলনে অধিনায়ক রোহিত শর্মাকে প্রথম টেস্টে সতীর্থ ওপেনার নিয়ে কথা বলা হলে তিনি চমকে দেওয়ার মতো জবাব দেন। ওপেনিংয়ের প্রশ্নে রোহিত বলেন, “কাকে দিয়ে ওপেন করা উচিত তা নিয়ে আমার কোনো নির্দিষ্ট পরিকল্পনা নেই। ম্যাচের আগে আমরা সিদ্ধান্ত নেব। সবাইকে একটি সুযোগ দেওয়া উচিত এবং তাকে দীর্ঘ সময়ের জন্য সমর্থন করা উচিত। বিহারী, ময়ঙ্ক, শুভমান এবং শ্রেয়স, সকলেই আমাদের সমর্থন পাবেন। এই বিবৃতি থেকে স্পষ্ট নয় যে প্রথম টেস্টে কে ওপেন করবেন, তবে একটি জিনিস অনেকেই আশা করছেন যে আগামীকালের ম্যাচে ময়ঙ্ক এবং শুভমান দুজনেই খেলতে চলেছেন।
শুভমান গিল একজন উজ্জ্বল তরুণ ব্যাটসম্যান। বেশ কিছু ভালো ইনিংস খেললেও তিনি এখনও ভারতীয় দলের হয়ে কোনও সেঞ্চুরি করতে ব্যর্থ হয়েছেন। এমন পরিস্থিতিতে আসন্ন সিরিজে তার কাছ থেকে সেঞ্চুরি আশা করা যায়। এখনও অবধি ১০ টেস্টে ৫০০এর বেশি রান করেছেন গিল। অপরদিকে রয়েছেন ১৭ টেস্ট ম্যাচ খেলে ১৩০০ রান করা ময়ঙ্ক আগরওয়াল, যার ভারতের হয়ে চারটি শতরান আছে। যখনই সুযোগ পেয়েছেন, নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন। দুজনকেই যদি খেলাতে চান রোহিত তবে একজনকে ৩ নম্বরে ব্যাটিং করাতে পারেন।