নিঃস্বার্থ ব্যাটিং করে ফের হাফসেঞ্চুরি হাতছাড়া রোহিতের! তবে ধোনিকে টপকে গেলেন হিটম্যান

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজ কলকাতার (Kolkata) ইডেন গার্ডেন্সে (Eden Gardens) একে অপরের মুখোমুখি হয়েছে চলতে বিশ্বকাপে সেমিফাইনালের যোগ্যতা অর্জন করে ফেলা দুই দল দক্ষিণ আফ্রিকা এবং ভারত (India vs South Africa)। আজকের ম্যাচ সম্ভবত নির্ধারণ করে দেবে যে লিগ পর্যায়ের শেষে কোন দল পয়েন্টস টেবিলের শীর্ষে অবস্থান করবে। আজ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় দলের (Indian Cricket Team) অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। প্রত্যাশামতোই তার কাছ থেকে বিধ্বংসী এবং বিরাট কোহলির কাছ থেকে বুদ্ধিদীপ্ত ইনিংস দেখতে পেল কলকাতার দর্শকরা।

কিন্তু আজ একবার বিধ্বংসী ব্যাটিং করলেও নিজের হাফসেঞ্চুরি হাতছাড়া করলেন রোহিত। দক্ষিণ আফ্রিকার পেসারদের কালঘাম ছুটিয়ে দিয়েছিলেন হিটম্যান। মার্কো জেন্সন ও লুঙ্গি এনগিডির লাইন এবং লেংথ সম্পূর্ণ গুলিয়ে গিয়েছিল তার আগ্রাসী ব্যাটিংয়ের সামনে।

বাধ্য হয়ে অতি দ্রুত কাগিসো রাবাডাকে পরিবর্ত হিসেবে আক্রমণে আনেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক তেম্বা বাভুমা। সঠিক লাইন এবং লেংথে বোলিং করে রোহিত শর্মার কাজটা কঠিন করে তুলছিলেন তিনি। নিজের নীতি পরিবর্তন করার কথা মাথাতেই আনেননি রোহিত। তার প্রথম ওভারেই স্প্রেপ আউট করে মেওয়াফের উপর দিয়ে চার মারার চেষ্টা করতে গিয়ে বাভুমার হাতে ধরা পড়েন হিটম্যান।

আরও পড়ুন: জানতাম বৃষ্টি জেতাবে! ৪০১ রান বিলিয়েও ফখরের ব্যাটের দাপটে নিউজিল্যান্ডকে হারিয়ে মন্তব্য বাবরের

কিন্তু তার আগে ২২ বলে ৪০ রান করে ভারতকে একটা ভালো স্টার্ট দিয়ে গিয়েছিলেন অধিনায়ক নিজে। তার সেই বিধ্বংসী ইনিংসের ওপর ভর করেই ভারতকে বিশাল বড় রানের পাহাড়ে পৌঁছে দেওয়ার কাজ টার দিকে সহজ ভাবে এগোতে পারছেন বিরাট কোহলি, শ্রেয়াস আইয়াররা। এছাড়া আজ ভারতের মাটিতে সর্বোচ্চ ওডিআই রানের দিক দিয়ে ধোনিকে টপকে গিয়েছেন হিটম্যান। ভারতের মাটিতে ৪,৫২৫ রান করেছেন ধোনি। রোহিত শর্মার আজকের ইনিংসের পর ভারতের মাটিতে তার ওডিআই রান সংখ্যা ৪,৫৫০। তার থেকে এগিয়ে রয়েছে শুধুমাত্র বিরাট কোহলি এবং সচিন টেন্ডুলকার।

আরও পড়ুন: নতুন সঙ্গী পেলো বাংলাদেশ! ভারতের মাটিতে তাদের স্বস্তি দিচ্ছে গতবারের বিশ্বজয়ীরা

ইডেন গার্ডেন্স রোহিত শর্মার পয়মন্ত মাঠ। এই মাঠে একাধিক মনে রাখার মতো ইনিংস খেলেছেন তিনি। জাতীয় দল হোক বা আইপিএল, এখানে তিনি সবসময়ই ভয়ংকর। তবে অনেক রোহিত শর্মা ভক্তই এই ব্যাপারটা নিয়ে অত্যন্ত আফসোস করছেন। আজ যেরকম ব্যাটিং করছিলেন তাতে আরো কয়েক কভার টিকে থাকলে প্রথম ইনিংস শেষ হওয়ার আগেই তিনি দক্ষিণ আফ্রিকার হাত থেকে ম্যাচ ছিনিয়ে নিয়ে বেরিয়ে যেতে পারতেন।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর