বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গতকাল ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan) ম্যাচে রোহিতের (Rohit Sharma) ভারতীয় দল (Indian Cricket Team) সহজ জয় পেয়েছে। আর সেই ম্যাচে ভারতীয় অধিনায়কের ব্যাটও সমানতালে গর্জে উঠেছিল। বিধ্বংসী ব্যাটিং করে পাকিস্তান দলের বোলারদের ধ্বংস করে দিয়ে ৮৬ রান করে ড্রেসিংরুমে ফেরেন হিটম্যান। এই জয়ের পরে তিনি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly), বিরাট কোহলি (Virat Kohli) এবং মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) মতো কিংবদন্তিদের থেকে কিছু রেকর্ড ভাঙলেন এবং কিছু রেকর্ড ছুঁয়ে ফেললেন। এর পাশাপাশি প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক একদিনের ম্যাচে ৩০০ ছক্কার গণ্ডিও অতিক্রম করেছেন তিনি। তার আজ হয়েছেন শুধুমাত্র ক্রিস গেইল (৩৩১) ও শাহিদ আফ্রিদি (৩৫১)।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের রেকর্ড ছুঁলেন:
এর আগে চারজন অধিনায়ক ওডিআই বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারতীয় দলই একমাত্র এমন দল ছিল যারা পাকিস্তানকে রান তাড়া করে হারিয়েছে। মহম্মদ আজহারউদ্দিন, মহেন্দ্র সিংহ ধোনি এবং বিরাট কোহলির দলের ক্ষেত্রে পাকিস্তানের বিরুদ্ধে জয় এসেছিল প্রথমে ব্যাটিং করে। রোহিত শর্মা সৌরভের আসনে এবার ভাগ বসালেন। তার নেতৃত্বে ১৯১ রানের টার্গেট তারা করে ভারতীয় দল পাকিস্তানকে হারিয়েছে বিশ্বকাপের মঞ্চে।
আরও পড়ুন: ৮-০! বুমরাদের দাপট শেষে রোহিত ও শ্রেয়সের হাফসেঞ্চুরি, পাকিস্তানকে উড়িয়ে জয়ের হ্যাটট্রিক ভারতের
ধোনিকে টপকে গেলেন, সামনে ফের সৌরভ:
ওডিআই বিশ্বকাপে ভারতীয় অধিনায়কদের মধ্যে সর্বোচ্চ ছক্কা মারার তালিকায় ধোনি ছিলেন ৩ নম্বরে। দুটি বিশ্বকাপে (২০১১, ২০১৫) ভারতকে নেতৃত্ব দিয়ে মোট নয়টি ছক্কা মেরেছিলেন ধোনি। কিন্তু একটি বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দিতে নেমে মাত্র তিনটি ম্যাচ খেলেই ধোনিকে সেই স্থান থেকে সরিয়ে দিলেন হিটম্যান। ২০০৩ সাল থেকে এই তালিকা শীর্ষস্থানে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কিন্তু রোহিত যেরকম সন্দেহ রয়েছেন তাতে খুব শীঘ্রই হয়তো এই আসন হাতছাড়া করবেন ‘প্রিন্স অফ ক্যালকাটা’।
আরও পড়ুন: ভারতের বিশ্বরেকর্ড! এর আগে ক্রিকেটে পাকিস্তানকে এত লজ্জার মুখে ফেলেনি কোনও দেশ
ভারতীয় অধিনায়কদের মধ্যে ওডিআই বিশ্বকাপে সর্বোচ্চ ছক্কা মারা নেতাদের তালিকা:
● সৌরভ গঙ্গোপাধ্যায়: (১৫) [২০০৩]
● রোহিত শর্মা: (১১*) [২০২৩]
● কপিল দেব: (১১) [১৯৮৩, ১৯৮৭]
● মহেন্দ্র সিংহ ধোনি: (৯) [২০১১, ২০১৫]
টপকে গেলেন কোহলিকেও:
পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপ খেলতে নেমে ভারতীয় অধিনায়কদের মধ্যে এক ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের রেকর্ডটা ছিল বিরাট কোহলির। ২০১৯ সালে মহম্মদ আজহারউদ্দিনের রেকর্ড ভেঙে বিরাট কোহলি পাকিস্তানের বিরুদ্ধে খেলেন ৭৭ রানের একটি ইনিংস। কিন্তু গতকাল ৮৬ রান করে কোহলিকে টপকে গিয়েছেন রোহিত।