বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজ থেকে হায়দারাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে শুরু হয়েছে ভারত বনাম নিউজিল্যান্ড ওডিআই সিরিজ। রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজে দাপট দেখিয়ে জেতার পর আজ থেকে শুরু হওয়া কিউয়িদের বিরুদ্ধে সিরিজেও দাপট দেখানোই লক্ষ্য ভারতের। কেন উইলিয়ামসন, ট্রেন্ট বোল্ট, টিম সাউদির মত ক্রিকেটাররা না থাকায় নিউজিল্যান্ড যে কিছুটা দুর্বল সেই নিয়েও সন্দেহ নেই।
হায়দরাবাদে আজ টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন রোহিত শর্মা। ভারতের শুরুটাও দুর্দান্ত হয়েছিল। কিন্তু ২৮ রানের মধ্যে রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে হারিয়ে কিছুটা চাপে পড়ে গিয়েছে ভারতীয় দল। কিন্তু আজ আউট হওয়ার আগে একটি বড় রেকর্ড করে তারপর মাঠ ছেড়েছেন ভারতীয় অধিনায়ক।
শুভমান গিলকে সঙ্গী করে আজ প্রাথমিকভাবে কিউয়ি পেসারদের বিরুদ্ধে ভালোই পারফরম্যান্স করছিলেন রোহিত। বেশ কিছু দৃষ্টিনন্দন শট বেরিয়ে আসে তার ব্যাট থেকে। কিন্তু রাজীব গান্ধী স্টেডিয়ামের পিচে বল কিছুটা থমকে আসছিল। তাই বোলারের মাথার উপর দিয়ে ছক্কা মারতে গিয়ে টিকনারের বলে ড্যারেন মিচেলের হাতে মিড অনে ক্যাচ দিয়ে আউট হন রোহিত।
আজ নিজের ৩৮ বলে খেলা ৩৪ রানের ইনিংসে ৪টি চারের পাশাপাশি ২টি ছক্কাও মেরেছিলেন রোহিত। আর এই দুটি ছক্কা মারা মাত্রই রোহিত শর্মা পেছনে ফেলে দিয়েছেন মহেন্দ্র সিংহ ধোনিকে। এর আগে ভারতের মাটিতে হওয়া ওডিআই ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ডটি ছিল ক্যাপ্টেন কুলের নামে। কিন্তু আজ হিটম্যান পেছনে ফেলে দিয়েছেন মাহিকে।
ভারতের মাটিতে ওডিআইতে সবচেয়ে বেশি ছক্কা মারা ক্রিকেটারদের তালিকা:
● রোহিত শর্মা (১২৫*)
● মহেন্দ্র সিং ধোনি (১২৩)
● সচিন টেন্ডুলকার (৭১)
● বিরাট কোহলি (৬৬*)
প্রতিবেদনটি লেখার সময় ভারতের অবস্থা আরও সঙ্গীন হয়েছে। একবার স্টাম্পিংয়ের হাত থেকে বেঁচে শুভমন গিল নিজের অর্ধশতরান সম্পূর্ণ করেছেন, কিন্তু বিরাট কোহলি ৮ রানে আউট হওয়ার পর ফিরে গিয়েছেন ঈশান কিষানও (৫)। ২৩ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেট হারিয়ে ১৩৮। আগ্রাসী ব্যাটিং করছেন সূর্যকুমার যাদব।