বাংলা হান্ট ডেস্ক: ৩৮ বছর বয়সে রোহিত শর্মা (Rohit Sharma) তাঁর ODI কেরিয়ারে এবার একটি দুর্ধর্ষ মাইলফলক অর্জন করেছেন। তিনি প্রথমবারের মতো ICC ODI র্যাঙ্কিংয়ে শীর্ষে পৌঁছে গিয়েছেন। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, তিনি ICC ODI র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে পৌঁছনো সবথেকে বয়স্ক খেলোয়াড় হিসেবে বিবেচিত হচ্ছেন। রোহিত তাঁর দীর্ঘ ১৮ বছরের ODI কেরিয়ারে প্রথমবারের মতো এই কৃতিত্ব অর্জন করেছেন।
ইতিহাস গড়লেন রোহিত (Rohit Sharma):
বুধবার ICC-র সর্বশেষ ODI র্যাঙ্কিং প্রকাশ করেছে। যেখানে শুভমান গিলকে টপকে ODI-তে এক নম্বর ব্যাটার হয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ্য সমাপ্ত ODI সিরিজে রোহিত দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেন। যার মাধ্যমে রোহিতের রেটিং বৃদ্ধি পেয়ে ৭৮১-তে পৌঁছে যায়।
ICC POSTER FOR ROHIT SHARMA. 🔥🐐
– Ro, The No.1 in the World..!!!! pic.twitter.com/KpArS31EhP
— Tanuj (@ImTanujSingh) October 29, 2025
রোহিত শর্মা (Rohit Sharma) তাঁর কেরিয়ারে প্রথমবারের মতো ODI র্যাঙ্কিংয়ে এক নম্বর স্থান অর্জন করে ইতিহাস তৈরি করেছেন। রোহিত ৩৮ বছর বয়সে ODI র্যাঙ্কিংয়ে এক নম্বর স্থান অধিকার করলেন। এদিকে, তিনি পঞ্চম ভারতীয় খেলোয়াড় হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছেন। জানিয়ে রাখি যে, রোহিত মোট ২৭৬ টি ODI ম্যাচ খেলেছেন।
ODI র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন এমন ভারতীয় খেলোয়াড়:
শচিন তেন্ডুলকার
মহেন্দ্র সিং ধোনি
বিরাট কোহলি
শুভমান গিল
রোহিত শর্মা
আরও পড়ুন: ম্যাচ চলাকালীন ফুটবলারকে ছুরিকাঘাতের চেষ্টা! ভারতের এই স্টেডিয়ামে তুমুল চাঞ্চল্য
২০০৭ সালে ODI-তে অভিষেক হয়: রোহিত শর্মা (Rohit Sharma) ২০০৭ সালে তাঁর ODI অভিষেক করেন। জানিয়ে রাখি যে, ইতিমধ্যেই টেস্ট এবং T20 থেকে অবসর নিয়েছেন রোহিত। এমতাবস্থায়, সম্প্রতি অনুমান করা হচ্ছিল যে তিনি হয়তো ODI থেকেও অবসর নেবেন। কিন্তু, সেই অনুমানের আবহেই ODI র্যাঙ্কিংয়ে শীর্ষে পৌঁছে গিয়েছেন। তবে, রোহিতের অনুরাগীরা অবশ্য বিশ্বাস করেন যে তিনি ২০২৭ সালের ODI বিশ্বকাপেও খেলবেন।
অস্ট্রেলিয়ায় দারুণ পারফরম্যান্স: রোহিত (Rohit Sharma) তাঁর পারফরম্যান্সের মাধ্যমে সবাইকে চমকে দিয়েছেন। অস্ট্রেলিয়ায়, অ্যাডিলেডে দ্বিতীয় ODI-তে রোহিত ৭৩ রান করেছিলেন। এরপর সিডনিতে তিনি ১২১ রানের অপরাজিত ইনিংস খেলেন। যার মাধ্যমে তিনি সিরিজের সেরা খেলোয়াড় হিসেবেও মনোনীত করা হয়। রোহিতকে এখন দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে ODI সিরিজেও খেলতে দেখা যাবে বলে অনুমান করা হচ্ছে।













