বিশ্বকাপের জন্য উইকেটরক্ষক পেয়ে গেল টিম ইন্ডিয়া! নাম জানালেন খোদ রোহিত শর্মা

বাংলা হান্ট ডেস্ক : গতকাল RCB-র মুখের থেকে ম্যাচ ছিনিয়ে আনে MI। ১৯৬ এর মত বড় রান তাড়া করে মুম্বাইয়ের দখলে আসে ১৯৯ রান। ঈশান কিষান একাই প্রায় কোহলিদের হাত থেকে ম্যাচ তুলে নিয়ে গেলেন। ব্যাটে ঝড় তুললেন রোহিতও (Rohit Sharma)। দুই ব্যাটারকে যোগ্য সঙ্গ দিলেন সূর্যকুমারও। আর তার মাঝেই বোধহয় বিশ্বকাপের জন্য উইকেটরক্ষক খুঁজে নিলেন হিটম্যান। কে তিনি?

চলতি IPL-এ কোহলি ব্রিগেড সেভাবে জ্বলে উঠতে না পারলেও দূর্দান্ত ফর্মে রয়েছেন দলের ব্যাটার দীনেশ কার্তিক। গত বৃহস্পতিবার মাঠজুড়ে যখন মুম্বাই বোলারদের তাণ্ডব চলছে তখন ভারতের সেরা পেসারকে পিটিয়ে ছাতু করে দিলেন তিনি। রেহাই পেলেননা জসপ্রীত বুমরাহও। যে বুমরাহর তাণ্ডবে ব্যাটারদের টেকা দায় হয়ে যায় সেই বুমরাহর এক ওভারে কার্তিক নিয়ে আসেন ১৯ রান।

বলা ভালো তার ২৩ বলে ৫৩ রানের ইনিংস-ই বেঙ্গালুরুকে পৌঁছে দেয় ১৯৬ এর দোরগোড়ায়। তার ব্যাট থেকে উঠে আসে চারটি ছয় এবং পাঁচটি চার। আর এবার তার সেই রণংদেহী মূর্তি দেখে তাকে বিশ্বকাপের জন্য দলে (India National Cricket Team) নেওয়ার প্রস্তাব দিলেন স্বয়ং ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। স্টাম্প মাইকে ধরা পড়ে মুম্বাই অধিনায়কের মন্তব্য। তারপরেই শোরগোল চারিদিকে। তবে বিশ্বকাপের বিমানে উঠছে ডিকে?

আরও পড়ুন: বেঙ্গালুরু বিস্ফোরণ কাণ্ডে বাংলা যোগ! কাঁথি থেকে গ্রেফতার ২ সন্দেহভাজন, যা বললেন মমতা….

মুম্বাইয়ের অধিনায়ক হওয়ার পাশাপাশি ভারতের জাতীয় দলেরও অধিনায়ক রোহিত শর্মা। ইতিমধ্যেই বোর্ড সচিব জয় শাহ জানিয়ে দিয়েছেন, আসন্ন বিশ্বকাপে দলের হয়ে নেতৃত্ব দেবেন রোহিত শর্মাই। আর এইদিন মাঠে কার্তিক ঝড়ের সাক্ষী রইলেন মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক। মুগ্ধ হয়ে দেখলেন সতীর্থের তাণ্ডব। দীনেশ কার্তিককে উৎসাহ দিয়ে রোহিত শর্মা বলেন, সাবাস ডিকে! বিশ্বকাপের দলে নিতে হবে দীনেশকে। সেই কথাই ধরা পড়ে স্টাম্প মাইকে।

আরও পড়ুন : মুম্বই ছাড়বেন বুমরাহ? IPL-র মাঝেই এই দল থেকে এল দারুণ প্রস্তাব

100416624

রোহিতের মতে, ‘ওর তো বিশ্বকাপে খেলার কথা। আমরা অবশ্যই ওকে স্কোয়াডে নেওয়ার কথা ভেবে দেখব। শাবাশ। ওর মাথায় এখন বিশ্বকাপই ঘুরছে। ওকে বিশ্বকাপ খেলতে হবে। শাবাশ ডিকে।’ প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে ২০২২ সালে টি-২০ বিশ্বকাপ খেলেছিলেন দীনেশ কার্তিক। দূর্দান্ত ফর্মে ছিলেন তিনি। যদিও বিশ্বকাপের পর আর দলে জায়গা হয়নি। চলতি আইপিএল-এ তার পারফরমেন্স দেখে নির্বাচকরা কি তাকে দলে জায়গা দেবেন? সেটা জানার জন্য কিছুটা অপেক্ষা করতে হবে ক্রিকেটপ্রেমীদের।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর