আসন্ন বিশ্বকাপে রোহিত শর্মা কতগুলি শতরান করবেন? উত্তর দিলেন প্রাক্তন ভারতীয় ওপেনার

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আগস্ট মাস প্রায় শেষ। সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে ভারতীয় দল (Indian Cricket Team) ব্যস্ত থাকবে এশিয়া কাপ ও বিশ্বকাপের (2023 ODI World Cup) চ্যালেঞ্জ সামলানোর উদ্দেশ্যে। অনেকেরই প্রশ্ন যে ঘরের মাটিতে আয়োজিত এই বিশ্বকাপে ব্যাট হাতে সবচেয়ে বেশি প্রভাবশালী ভারতীয় ক্রিকেটার কে হতে পারেন! অনেক ক্রিকেট বিশেষজ্ঞই গত ওডিআই বিশ্বকাপের অভিজ্ঞতা থেকে মনে করছেন যে সেই নামটা হতে পারে রোহিত শর্মা (Rohit Sharma)।

প্রত্যাশার চাপ রোহিতের ওপর:
কিন্তু কেন বিরাট কোহলি, শুভমন গিল বা অন্যান্য ক্রিকেটারদের বদলে রোহিত শর্মাকে বেছে নিচ্ছেন সকলে? এর মূল কারণ হলো গত বিশ্বকাপে ভারতীয়র বর্তমান অধিনায়কের নজর কারা পারফরম্যান্স। ২০১৯ সালে ইংল্যান্ডের মাটিতে আয়োজিত ওডিআই বিশ্বকাপে ভারতীয় দল সেমিফাইনাল থেকে ছিটকে গিয়েছিল ঠিকই, কিন্তু রোহিত শর্মা ৮১ গড়ে ৯ ম্যাচে ৬৪৮ রান করেছিলেন। সেই সঙ্গে করেছিলেন পাঁচটি শতরান যা ওডিআই বিশ্বকাপের এক সংস্করণের ইতিহাসে সর্বোচ্চ।

rohit hitting six

চলতি বছরে অসাধারণ ছন্দে:
এই বছরও রোহিত শর্মা নিজের খারাপ ফর্ম কাটিয়ে ভালো ছন্দে রয়েছেন। ওডিআই ফরম্যাটে মনে রাখার মত কিছু ইনিংস খেলেছেন তিনি। মোট ১৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলে চলতি বছরে ৪৯ গড়ে তিনি করে ফেলেছেন ৯২৩ রান। যদিও প্রশ্ন থেকে যাচ্ছে যে গুরুত্বপূর্ণ ও চাপের ম্যাচগুলোতে নিজের সেরাটা দিতে পারবেন কিনা হিটম্যান।

আরও পড়ুন: এশিয়া কাপে পাকিস্তানকে ভয় পাচ্ছেন না রোহিত শর্মারা! BCCI-কে স্বস্তি দিচ্ছে ৩ টি কারণ

সেওবাগের ভবিষ্যৎবাণী:
সম্প্রতি বিশ্বকাপে কেন রোহিত শর্মা সবচেয়ে সফল ভারতীয় ব্যাটার হবেন সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে সেওবাগ মন্তব্য করেছেন, “ভারতের মাটিতে রোহিত শর্মাই তফাৎ গড়ে দেবে ভারতীয় দলের সঙ্গে বাকি দলগুলির। তিনি অনেক রান করবেন। বড় মঞ্চ আসলেই তার পারফরম্যান্সের অনেকটা উন্নতি ঘটে এটা আগেও দেখা গেছে।” তার এই বক্তব্য শোনার পর অনেক কিছু মনে হচ্ছে যে ২০১৯ বিশ্বকাপের পারফরম্যান্স থেকে শিক্ষা নিয়ে এই কথাটি বলছেন তিনি।

আরও পড়ুন: কোহলিকে সেরা ভারতীয় ব্যাটার মানছেন না সেওবাগ! BCCI-কে খুঁজে দিলেন আসল তারকা

আকাশ চোপড়ার ভবিষ্যৎবাণী:
সেওবাগের একসময়ের ওপেনিং পার্টনার আকাশ চোপড়া সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেল এবং বক্তব্য রাখতে গিয়ে একটি আকর্ষণীয় ভবিষ্যৎবাণী করেছেন। তিনি বলেছেন যে তার মনে হচ্ছে আসন্ন ওডিআই বিশ্বকাপে রোহিত শর্মা দুটি শতরান করবেন এবং তার মধ্যে একটি হবে বিশাল আকারের একটি ইনিংস। ভারতের মাটিতে একজন ওপেনার হিসেবে রোহিতের পক্ষে এমনটা করা খুবই সম্ভব বলে মনে করছেন অনেকেই।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর