বাংলা হান্ট নিউজ ডেস্ক: কাল বুমরার বোলিং-বিক্রমের পর রোহিতের ব্যাটিং-বিক্রম দেখেছিল বিশ্ব। ফলস্বরূপ ১০ উইকেটে জয় পেয়েছিল রোহিত শর্মার ভারত। এটি ছিল রোহিত শর্মার স্থায়ী অধিনায়ক হওয়ার পর প্রথম বিদেশের মাটিতে ওডিআই ম্যাচ। জয় দিয়েই বিদেশের মাটিতে যাত্রা শুরু করলেন হিটম্যান। টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন বিভাগেই ইংল্যান্ডকে চূড়ান্তভাবে পর্যদুস্ত করে ওডিআই সিরিজে লিড নিল ভারত।
কাল বুমরা ও শামির দাপটে ১১০ রানে অল-আউট হয় ভারত। ব্যাট করতে নেমে সংহার মূর্তি ধারণ করেন রোহিত শর্মা। যে পিচে ভারতীয় বোলারদের বোলিংয়ের কোন কূলকিনারা পাচ্ছিল না ইংল্যান্ডের ব্যাটাররা সেই পিচেই ইংলিশ বোলারদের নিয়ে ছেলেখেলা করেছিলেন হিটম্যান। তার রুদ্র মূর্তি দেখে নিজের স্বাভাবিক খেলা পাল্টে একদিক ধরে রাখলেন শিখর ধাওয়ান (৩১*)। মাত্র ১১২ বল খেলেই নিজেদের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। পাঁচ টি চার এবং পাঁচটি ছক্কা সহ ৫৮ বলে ৭৬ রান করে অপরাজিত থাকেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।
কাল একটি বিশেষ মাইলস্টোনও ছুঁয়েছে রোহিত শর্মার ভারতীয় দল। এই নিয়ে সপ্তমবার ওডিআই ফরম্যাটে ১০ উইকেটের জয় ছিনিয়ে নিল হিটম্যানের দল। ওডিআই ক্রিকেটের ইতিহাসে মোট ৫৬টি ম্যাচ এমন হয়েছে যেখানে দেখা গিয়েছে কোনও দল ১০ উইকেটে জয় পেয়েছে।
ভারতের চেয়ে এই তালিকায় এগিয়ে থাকা দলের সংখ্যা মাত্র দুটি। এই তালিকায় ২ নম্বরে নিউজিল্যান্ড রয়েছে। মোট ৯টি ম্যাচে তারা ১০ উইকেটের ব্যবধানের জয় পেয়েছে। আর এই তালিকায় সবথেকে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ান ক্রিকেট দল তাদের একদিনের ক্রিকেটের ইরিহাসে মোট ১০ টি ম্যাচ দশ উইকেটের ব্যবধানে জিতেছে। শেষবার ২০১১ সালে তারা পাকিস্তানের বিরুদ্ধে জয় পেয়েছিল ১০ উইকেটে। অপরদিকে মজার ব্যাপার হলো ভারতীয় দলই ১৯৭৫ সালে সর্বপ্রথম দল হিসেবে ওডিআইতে দশ উইকেটে ম্যাচ জিতেছিল ইস্ট আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচে।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার