বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজ, ১৯ ফেব্রুয়ারি, শনিবার বিসিসিআই শ্রীলঙ্কার বিরুদ্ধে হোম সিরিজের জন্য ভারতের টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে। সেই দল থেকে সিনিয়র ব্যাটসম্যান অজিঙ্কা রাহানে এবং চেতেশ্বর পূজারাকে বাদ দেওয়া হয়েছে। নির্বাচকরা সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে রোহিত শর্মাকে নতুন টেস্ট অধিনায়ক হিসাবে বেছে নিয়েছেন।
কিছুদিন আগেই একটি সূত্র মারফত শোনা গিয়েছিল উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা এবং অভিজ্ঞ ফাস্ট বোলার ইশান্ত শর্মা বিসিসিআইয়ের ভবিষ্যতের প্রজেক্টের অংশ নিয়ম সেই সম্ভাবনাকে সত্যি করে রাহানে এবং পূজারার পাশাপাশি সেই দুজনও বাদ পড়েছেন। ঋদ্ধির জায়গায় প্রত্যাশিতভাবেই ভারতীয় দলে জায়গা পেয়েছেন শ্রীকর ভরত।
এর আগের খবরগুলি কিছুটা প্রত্যাশিত হলেও সত্যি যে ব্যাপারটি অনেককে অবাক করেছে তা হলো রোহিতের ডেপুটি হিসেবে ফাস্ট বোলার যশপ্রীত বুমরা-কে নিযুক্ত করা। কিছুদিন আগে বুমরা জানিয়েছিলেন যে তিনি প্রয়োজনে ভারতের অধিনায়ক হতেও তৈরি। রাহুল যেহেতু এখনও সম্পূর্ণ সুস্থ নন তাই তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।
শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় স্কোয়াড:
রোহিত শর্মা (অধিনায়ক), ময়ঙ্ক আগরওয়াল, প্রিয়াঙ্ক পাঞ্চাল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, হনুমা বিহারী, শুভমান গিল, রিশভ পন্ত, শ্রীকর ভারত, অশ্বিন (ফিটনেস), রবি জাদেজা, জয়ন্ত যাদব, কুলদীপ, বুমরাহ (ভিসি), শামি, সিরাজ , উমেশ যাদব, সৌরভ কুমার।