ব্যালন ডি’অরের ৩০ জনের তালিকায় রোনাল্ডো, মেসি! নাম নেই গতবারের বিজয়ী লুকা মদ্রিচ, নেইমারের।

ফিফার তরফে একটি 30 জনের তালিকা প্রকাশ করা হয়েছে ব্যালন ডি’অর এর জন্য। সেই তালিকায় জায়গা করে নিয়েছেন পর্তুগালের সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, আর্জেন্টিনার লিওনেল মেসি ও ভার্জিল ভ্যান ডিক এর মতো তারকা খেলোয়াড়রা। তবে এই 30 জনের তালিকায় জায়গা হয়নি গত বারের ব্যালন ডি’অর বিজয়ী ক্রোয়েশিয়ার মিডফিল্ডার লুকা মদ্রিচের। অপরদিকে জায়গা হয়নি নেইমারের মতো ব্রাজিলের সুপারস্টারের। রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার লুকা মদ্রিচই হল প্রথম ফুটবলার যিনি বিজয়ী হওয়ার পরের বছর 30 জনের তালিকাতেই স্থান পেলেন না।

এছাড়াও বাছাই তালিকায় স্থান পেলেন না হ্যারি কেইন, পোগবা এবং নেইমারের মতো তারকা ফুটবলাররা। অপরদিকে এবারের 30 জনের তালিকায় মধ্যে স্থান করে নিয়েছেন লিভারপুলের সাতজন ফুটবলার। ফুটবল বিশেষজ্ঞরা মনে করছেন যে এবারের ব্যালন ডি’অর প্রতিযোগিতা যত শেষের দিকে যাবে লড়াইটা ততই হাড্ডাহাড্ডি হবে। অর্থাৎ শেষ পর্যন্ত কোন তারকা ফুটবলার ব্যালন ডি’অর জিতে নেবেন সেটা বলা খুবই মুশকিল।

Messi Ronaldo Mbape Modric

এক নজরে দেখে নেওয়া যাক এবারের ব্যালন ডি’অরের ত্রিশ জনের তালিকা:-

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (জুভেন্টাস/পর্তুগাল)
রিয়াদ মাহরেজ (ম্যাঞ্চেস্টার সিটি/আলজেরিয়া)
এডেন হ্যাজার্ড (রিয়াল মাদ্রিদ/বেলজিয়াম)
ডনি ফন দে বিক (আয়াক্স/নেদারল্যান্ডস)
মার্ক-আন্দ্রে টের স্টেগেন (বার্সেলোনা/জার্মানি)
রাহিম স্টার্লিং (ম্যাঞ্চেস্টার সিটি/ইংল্যান্ড)
পিয়েরে-এমেরিক আউবামেয়াং (আর্সেনাল/গ্যাবন)
রবের্তো ফিরমিনো (লিভারপুল/ব্রাজিল)
লিওনেল মেসি (বার্সেলোনা/আর্জেন্টিনা)
জোয়াও ফেলিক্স (অ্যাটলেটিকো মাদ্রিদ/পর্তুগাল)
ভার্জিল ফন ডিক (লিভারপুল/নেদারল্যান্ডস)
বের্নার্দো সিলভা (ম্যাঞ্চেস্টার সিটি/পর্তুগাল)
আলিসন (লিভারপুল/ব্রাজিল)
মাতিস ডি লিট (জুভেন্টাস/নেদারল্যান্ডস)
করিম বেনজেমা (রিয়াল মাদ্রিদ/ফ্রান্স)
মার্কিনিয়োস (পিএসজি/ব্রাজিল)
সন হিউং-মিন (টটেনহ্যাম হটস্পার/দক্ষিণ কোরিয়া)
রবার্ট লেওয়ানডস্কি (বায়ার্ন মিউনিখ/পোল্যান্ড)
সাদিও মানে (লিভারপুল/সেনেগাল)
কিলিয়ান এমবাপে (পিএসজি/ফ্রান্স)
ট্রেন্ট অ্যালেকজান্ডার-আর্নল্ড (লিভারপুল/ইংল্যান্ড)
জর্জিনিয়ো ভাইনালডাম (লিভারপুল/নেদারল্যান্ডস)
অ্যান্তোনিও গ্রিজম্যান (বার্সেলোনা/ফ্রান্স)
মোহামেদ সালাহ (লিভারপুল/মিশর)
কেভিন ডি ব্রুইন (ম্যাঞ্চেস্টার সিটি/বেলজিয়াম)
সার্জিও আগুয়েরো (ম্যাঞ্চেস্টার সিটি/আর্জেন্টিনা)
ফ্রাঙ্ক ডি ইয়ং (বার্সেলোনা/নেদারল্যান্ডস)
হুগো লরিস (টটেনহ্যাম হটস্পার/ফ্রান্স)
দুসান তাদিচ (আয়াক্স/সার্বিয়া)
কালিদু কলিবালি (নাপোলি/সেনেগাল)


Udayan Biswas

সম্পর্কিত খবর