বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজ সকল ক্রিশ্চিয়ানো রোনাল্ডো-প্রেমীদের (Cristiano Ronaldo) চোখ ছিল সৌদি আরবের (Saudi Arabia), রিয়াদের, মার্শুল পার্কের (Mrsool Park) দিকে। আজ রোনাল্ডোর নতুন ক্লাব আল নাসেরের (Al Nassr) লিগের ১২ তম ম্যাচটি খেলতে নামার কথা ছিল। পুরো সময় না হলেও কিছুক্ষণের জন্য মাঠে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে দেখা যাবে এমন আশায় সৌদি আরবের এই লিগ ম্যাচের দিকে নজর ছিল সকল ফুটবলপ্রেমীদের।
কিন্তু তাদের সেই আশা আপাতত পূরণ হচ্ছে না। আল নাসেরের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে তাদের আজকের ‘আল তাই’ দলের বিরুদ্ধে ম্যাচটি পিছিয়ে গিয়েছে। ফলে যে সকল ফুটবলপ্রেমীরা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে মাঠে দেখার আশা করছিলেন, তাদের মন ভেঙেছে।
ক্লাবটির অফিসিয়াল টুইটার একাউন্ট থেকে টুইট করে জানানো হয়, ‘বৃষ্টির পর স্টেডিয়ামে কিছু বৈদ্যুতিক ত্রুটির কারণে, আল-নাসের ক্লাব আজকের ম্যাচটি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। আল-নাসের বনাম আল-তাই ম্যাচটি আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।’
রোনাল্ডো বিশ্বকাপের পর থেকেই নিজেকে অনুশীলনের মধ্যে রেখেছেন। তিনি নিজে ম্যাচ ফিট আছেন সেই কথা জানিয়ে দিয়েছেন প্রথম সাংবাদিক সম্মেলনেই। তবু আল নাসের কোচ রুডি গার্সিয়া একদম শুরুতেই তাকে হয়তো মাঠে নামানোর ঝুঁকি নেবেন না এই ম্যাচে। দু একটি ম্যাচ পর থেকে হয়তো সিআরসেভেনকে প্রথম একাদশে দেখা যাবে।
যদিও রোনাল্ডোর মাঠে নামা নিয়ে আরও একটি সংশয় রয়েছে। গত এপ্রিল মাসে প্রতিপক্ষ এভার্টনের এক ভক্ত তার আহত পায়ের ছবি তুলতে যাওয়ায় রোনাল্ডো মেজাজ হারিয়ে একটি থাপ্পড়ে ওই ভক্তের ফোন ভেঙে ছিলেন। যে ঘটনার পর ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন তাকে দুই ম্যাচের জন্য ব্যান করেছিল। কিন্তু সিদ্ধান্ত আসার পর রোনাল্ডোর সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেডদের সম্পর্ক ছিন্ন হয়ে যাবে তিনি আর ইপিএলে খেলেননি।
খেলোয়াড়দের শাস্তি এবং পরে স্থানান্তরের বিষয়ে ফিফার রেগুলেশনের ১২.১ আর্টিকেলে বলা হয়েছে: ‘প্রাক্তন অ্যাসোসিয়েশন দ্বারা যদি একজন ফুটবলারের উপর চার ম্যাচ বা তিন মাস পর্যন্ত যে কোনও শাস্তিমূলক নিষেধাজ্ঞা আরোপ করা হয় এবং সেই শাস্তি সম্পূর্ণ হওয়ার আগে যদি ফুটবলারটির নতুন কোনও লিগের ক্লাবে ট্রান্সফার হয় তখন নতুন অ্যাসোসিয়েশন দ্বারা সেই শাস্তি বলবৎ করা হবে যখন ওই প্লেয়ারকে নতুন ক্লাবে ঘরোয়া পর্যায়ে অনুমোদনের জন্য রেজিস্ট্রেশন করা হচ্ছে।’ যদিও রোনাল্ডোর ব্যান শুধুমাত্র ২ ম্যাচে সীমাবদ্ধ, তবু সত্যিই যদি এমন নিয়ম কার্যকরী হয় তবে ২১শে জানুয়ারির আগে মাঠে নামা হবে না সিআরসেভেনের।